/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-240.jpg)
‘অটোম্যাটিক ল্যান্ডিং’য়ের জন্য ল্যান্ডর সম্পূর্ণভাবে প্রস্তুত, বিরাট বার্তা ইসরোর
স্ক্রিনে চোখ, দ্রুত হৃৎস্পন্দন... অবতরণের ঠিক আগে ভিতরের পরিবেশ দেখাল ইসরো। অবতরণের মাত্র ৫ ঘণ্টা বাকি। তার আগেই টুইট করে দেশবাসীকে সুখবর দিল ISRO। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারটি সঠিকভাবে কাজ করছে এবং স্বয়ংক্রিয় অবতরণের প্রক্রিয়া শুরু হতে চলেছে।
ISRO দুটি ছবি টুইট করেছে যাতে অপারেশন কন্ট্রোল রুমের দৃশ্য দেখা যায়। বিজ্ঞানীদের চোখ স্থির হয়ে রয়েছে স্ক্রিনে। বিজ্ঞানীরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং এখন সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন। দুপুর ১ টায় ISRO-এর টুইট থেকে এটি পরিষ্কার যে আজই হতে চলেছে অবতরণ। ইসরো আত্মবিশ্বাসী অবতরণ প্রক্রিয়া সফল্ভাবেই সম্পন্ন হবে। প্রক্রিয়াটি শুরু হবে পৌনে ৬টায়।
দুটি ছবি ট্যুইট করে ISRO জানিয়েছে, 'অটোমেটিক ল্যান্ডিং সিকোয়েন্স (ALS) শুরু করতে প্রস্তুত। ল্যান্ডার মডিউলটি নির্ধারিত বিন্দুতে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে, এর জন্য সময় নির্ধারিত রয়েছে বিকেল ৫.৪৪। এই ঐতিহাসিক মিশনে সরাসরি সম্প্রচার শুরু হবে ৫.২০ মিনিটে। #Chandrayaan3 ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। দেশজুড়ে চলছে প্রার্থনা।
Chandrayaan-3 Mission:
All set to initiate the Automatic Landing Sequence (ALS).
Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.
Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent.
The… pic.twitter.com/x59DskcKUV— ISRO (@isro) August 23, 2023
ইতিহাস সৃষ্টির মুহূর্ত থেকে আর মাত্র কয়েক ঘণ্টা দূরে দাঁড়িয়ে দেশ। আজ ISRO-এর মুন মিশন চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে। এর জন্য ইসরো পুরোপুরি প্রস্তুত।
আজ বুধবার (২৩ আগস্ট) ইতিহাস সৃষ্টির দোড়গোড়ায় দাঁড়িয়ে ভারত। ভারতের মুন মিশন চন্দ্রযান-৩ সন্ধ্যা ৬.০৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে। ইসরো বিজ্ঞানীরা মিশনের দিকে অনবরত নজর রেখে চলেছেন। ২০১৯ সালে চন্দ্রযান-২ -এর মিশন ব্যর্থ হওয়ায় এই মিশনের প্রতিটি ধাপেই বাড়তি নজর রেখে চলেছে ইসরোর বিজ্ঞানীরা। মিশন সফল করার জন্য প্রাণপাত করছেন ইসরোর বিজ্ঞানীরা। অবতরণের ঠিক আগে ISRO প্রধান এস সোমনাথ বলেছেন যে ‘আমরা আত্মবিশ্বাসী যে আমাদের এই মিশন সফল মিশনে পরিণত হবে। আমরা পুরোপুরি প্রস্তুত’।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ISRO প্রধান বলেন, ইসরো’র বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী মিশন সফল হবে। তবে এটি অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। চন্দ্রযান-২- মিশন ব্যর্থ হওয়ার পর চন্দ্রযান ৩ মিশনের সাফল্য নিশ্চিত করার জন্য আমাদের (ISRO) বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে গিয়েছেন। তার থেকে এই আত্মবিশ্বাস আসছে।
ইসরো প্রধান আরও বলেন, ‘চার বছর কম সময়ে আমরা আমাদের মিশন উন্নত করতে এবং একটি ব্যাকআপ পরিকল্পনা তৈরিতে আমাদের বিজ্ঞানীরা সাফল্যের সঙ্গে কাজ করেছে। এই মিশনে এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছুই ঠিক ঠাক হয়েছে। আমরা বিভিন্ন স্তরে সিস্টেম যাচাই করে অবতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ল্যান্ডারের স্বাস্থ্য একেবারে ঠিক আছে’। পাশাপাশি তিনি বলেন, ‘চন্দ্রযান-২ মিশনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগের সকল ভুল সংশোধন করেছে ISRO’।
তিনি বলেন, ‘আমরা আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং সেই ভুলগুলো সংশোধন করেছি। ইসরো প্রধান বলেন, আমরা প্রস্তুত’। অবতরণের সময় ত্রুটির প্রশ্নে তিনি বলেন, অবতরণের সময় যে কোন ধরণের ত্রুটি সামাল দিতে ইসরো পুরোপুরি প্রস্তুত’।