বন্ধ করে দেওয়া হল চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন। মুখ্যমন্ত্রী ধামির বড় নির্দেশ।
আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে হঠাৎ করে প্রশাসনের এমন নির্দেশের ফলে অন্যান্য রাজ্য থেকে আগত ভক্তরা সমস্যায় পড়েছেন। কেউ কেউ রেজিস্ট্রেশনের আশায় গত তিন দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন আবার কেউ হোটেল ও ধর্মশালায় অপেক্ষা করছেন। কিছু ভক্ত চারধাম যাত্রা না করেই ফিরতে বাধ্য হচ্ছেন।
উত্তরাখণ্ডে ১০ মে থেকে শুরু হওয়া চারধাম যাত্রায় ২০ দিনে প্রায় ৭ লক্ষ ভক্ত উত্তরাখণ্ডে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে গত ১০ দিনে চারধাম যাত্রার ব্যবস্থাপনা ও আয়োজনে যে ত্রুটি ও সমস্যা দেখা দিয়েছে তা বিশ্লেষণ করে দেখা উচিত। তিনি অতিরিক্ত মুখ্য সচিব আনন্দ বর্ধনকে ১০ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ১০ মে শ্রী কেদারনাথ ধামের দরজা খোলার পর থেকে চারধাম যাত্রা এই বছর রেকর্ড গড়েছে। ১১ দিনের মধ্যে, দর্শনার্থীর সংখ্যা ৩.১৯ লক্ষে পৌঁছেছে।