Advertisment

'সস্তা ও দ্রুততর', ভার্চুয়াল আদালতের পক্ষেই সুপারিশ সংসদীয় প্যানেলের

অনলাইনে বিচার প্রক্রিয়ার পক্ষেই সওয়াল করল সংসদের আইন ও বিচার সংক্রান্ত স্থায়ী কমিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভার্চুয়াল আদালতের পক্ষেই সওয়াল করল সংসদের আইন ও বিচার সংক্রান্ত স্থায়ী কমিটি। অনলাইন বিচার প্রক্রিয়া তুলনামূলকভাবে সস্তা ও দ্রুততর বলে মনে করে কমিটি। তাই মহামারী নিয়ন্ত্রণে এলেও এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষেই সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

Advertisment

সংসদের আইন ও বিচার সংক্রান্ত স্থায়ী কমিটির প্রধান রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদবের মতে, সময়ের সঙ্গেই বদল আসবে, প্রযুক্তি এখন গেম চেঞ্জার হিসাবে ধরা দিচ্ছে। কমিটি ইতিমধ্যেই অন্তবর্তী রিপোর্ট রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর কাছে পেশ করেছে।

প্রেস নোটে বলা হয়েছে, 'সংসদীয় কমিটি ভার্চুয়াল কোর্টের পক্ষেই সওয়াল করেছে। জানানো হয়েছে এই প্রক্রিয়া সস্তা ও দ্রুততর। ফলে অর্থিভাবে পিছিয়ে পড়া মানুষদের ন্যায়বিচার পেতে সুবিধা হবে। অনলাইন কোর্ট নাগরিক বান্ধব ও দুর্বল সাক্ষীদের সাক্ষ্য প্রদানের সুরক্ষা নিশ্চিত করে।'

এছাড়াও বলা হয়েছে যে, 'আগামিতে প্রযুক্তি গেম চেঞ্জার হবে। আইনি দক্ষতা ও জ্ঞানের সঙ্গে পরবর্তী সময় আইনজীবীদের প্রযুক্তিতেও সরগর হতে হবে। সময়ের দাবি মেনে তাই অনলাইন কোর্ট প্রয়োজনীয়।'

অনলাই কোর্টের পরিকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিল বার কাউন্সিল। কাউন্সিলের দাবি, ৫০ শতাংশ আইনজীবীর ল্যাপটপ নেই। প্রযুক্তিতে পারদর্শী না হলে এই ব্যবস্থায় সফল হওয়া অসম্ভব। শুনানিতে সওয়াল-জবাবও করা যাবে না। যা মেনে নিয়েই স্থায়ী কমিটি জানিয়েছে, বর্তমানে পদ্ধতির উন্নতির প্রয়োজন রয়েছে। কমিটির মতে, আদালত কোনও জায়গার থেকেও বেশি আসলে একটা পরিষেবা। তাই এবার সময় এসেছে যে কাজের শেষ প্রাচীন স্তম্ভ কোর্টরুমের দরজা নতুন প্রযুক্তির জন্য খুলে দেওয়া হোক।

কমিটির সুপারিশ, টিডিএসএটি, আইপিএবি, এনসিএলএটি–র মতো মামলা, যেখানে শারীরিক উপস্থিতি অনাবশ্যক, সেগুলির বিচার প্রক্রিয়া অনলাইনে হোক।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment