Advertisment

‘চিয়ার্স ফর ইন্ডিয়া', ভারতীয় ক্রীড়াবিদদের পাশে থাকতে মনের কথা প্রধানমন্ত্রীর

author-image
IE Bangla Web Desk
New Update
Covid-19, Prime Minister Modi, Buddha Purnima, Vaccine

ফাইল ছবি।

PM Modi Man ki Baat: টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সমর্থন করুন। মাসিক মন কি বাতে এভাবেই সিন্ধু, মেরি কম, মনিকা বাত্রাদের উদ্বুদ্ধ করতে আবেদন করলেন প্রধানমন্ত্রী। আগামি মাসেই দেশে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের ঢাকে কাঠি পড়বে। এদিন সেই বিষয়েও মনের কথা বলেছেন নরেন্দ্র মোদী। রবিবার রেডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের অলিম্পিক দলকে সাপোর্ট করতে ভিক্ট্রি পাঞ্চ প্রচার সোশাল মিডিয়ায় শুরু হয়েছে। আপনারাও সেই প্রচারে যোগ দিন এবং ভারতীয় ক্রীড়াবিদদের উদ্বুদ্ধ করুন।‘

Advertisment

স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, ‘চলতি বছর দেশের ৭৫তম স্বাধীনতা বর্ষ উদযাপন। সরকারি তরফে Rashtragaan.in নামে একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। আপনারা সেই ওয়েবসাইটে জাতীয় সঙ্গীত রেকর্ড করে আপলোড করুন।‘ আগামিকাল দেশব্যাপী উদযাপন হবে কার্গিল বিজয় দিবস। সেই বিষয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন,’আগামিকাল কার্গিল বিজয় দিবস। এই যুদ্ধ আমাদের সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা এবং পরাক্রমের প্রতীক। গোটা দেশ সেই সাফল্য চাক্ষুস করেছে। তাই কার্গিলের গল্প পড়ুন আর আমাদের পরাক্রমী বাহিনীকে স্যালুট করুন।‘

তিনি জানান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অম্রুত মহোৎসব উদযাপন করবে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের পথ অনুসরণে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। এদিন জাতীয় হস্তশিল্প দিবস নিয়েও মনের কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,’ স্থানীয় ব্যবসায়ীদের সাহায্য করুন। তাঁদের হস্তশিল্প, খাদি পণ্য কিনুন। সেই পণ্য সোশাল মিডিয়ায় মাই হ্যান্ডলুম মাই প্রাইড হ্যাসট্যাগে আপলোড করুন।‘ পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে দেশবাসীকে কোভিড বিধি পালনের বার্তা পাঠান প্রধানমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Independence Day Man Ki Baat PM Modi Tokyo 2020 Indian Olympic Team
Advertisment