কুনো জাতীয় উদ্যানে ৫টি শাবকের জন্ম দিল স্ত্রী চিতা গামিনী। গত বছর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আনা (Cheetah Gamini) হয় এই স্ত্রী চিতাকে। পাঁচটি চিতা শাবকের জন্ম দেওয়ার পর ভারতে জন্ম নেওয়া চিতা শাবকের সংখ্যা ১৩-এ পৌঁছেছে।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব তার 'এক্স' হ্যান্ডেলে একটি ভিডিওটি শেয়ার করেছেন। যাতে জানা গিয়েছে পাঁচ বছরের গামিনী পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। গামিনীকে গত বছরেই দক্ষিণ আফ্রিকার তোয়ালু কালাহারি রিজার্ভ থেকে আনা হয়েছিল।
কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র সিং টুইটারে লিখেছেন 'হাই ফাইভ, কুনো! দক্ষিণ আফ্রিকা থেকে আনা ৫ বছর বয়সী গামিনী নামে একটি স্ত্রী চিতা আজ ৫ টি শাবকের জন্ম দিয়েছে। এই নিয়ে ভারতে জন্ম নেওয়া শাবকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩'। সেই সঙ্গে বন কর্মকর্তাদের, পশুচিকিৎসক এবং কর্মীদের অভিনন্দনও জানিয়েছেন তিনি। বর্তমানে কুনো জাতীয় উদ্যানে শাবক সহ চিতাবাঘের মোট সংখ্যা ২৬টি।
১৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে, দক্ষিণ আফ্রিকা থেকে দ্বিতীয় দফায় কুনো জাতীয় উদ্যানে ১২টি চিতা আনা হয়েছিল। কুনো ন্যাশনাল পার্কে চিতার সংখ্যা এখন বর্তমানে ২৬। যার মধ্যে ১৩টি শাবক এবং ১৩টি প্রাপ্তবয়স্ক চিতা রয়েছে৷