Advertisment

মুহূর্তে উড়ে যাবে বিমানবন্দর, উৎসব আবহে চরম আতঙ্ক বাণিজ্যনগরীতে

তোলপাড় ফেলা ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai airport

মুহূর্তে উড়ে যাবে বিমানবন্দর, উৎসব আবহে চরম আতঙ্ক বাণিজ্যনগরীতে

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক। জোরদার করা হয়েছে বিমানবন্দর সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা।  শনিবার সন্ধ্যায় উড়ো ফোন থেকে আসে একটি হুমকি কল। সতর্ক হয়ে যায় বিমানবন্দরের দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা।  পরে প্রাথমিক তদন্তে সেটি প্রতারণা মূলক কল বলেই নিশ্চিত হন পুলিশ আধিকারিকরা।

Advertisment

নিরাপত্তা কর্মীরা হুমকি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দর জুড়ে তল্লাশি অভিযান চালায়। কিন্তু বিমানবন্দর চত্ত্বরে সন্দেহজনক কিছুই মেলেনি। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ফোনটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে একটি ফোন আসে। তাতে বলা হয় বিমানবন্দরের ভিতর একটি নীল ব্যাগে বোমা রাখা রয়েছে। বিমানবন্দরের কর্মীরা তাৎক্ষণিকভাবে মুম্বই পুলিশ কন্ট্রোল রুম এবং বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। সন্ত্রাসবিরোধী সেলের কর্মকর্তারাও বিমানবন্দর পরিদর্শন করেন।

গণেশ চতুর্থীর কারণে মুম্বই জুড়ে নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই জোরদার করা হয়েছে।  ধর্মীয় স্থান, পাবলিক প্লেস, মার্কেট, প্রধান রেলওয়ে-বাস-মেট্রো স্টেশন এবং অন্যান্য জনবহুল এলাকাগুলির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহর জুড়ে মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম।

Mumbai Police
Advertisment