Advertisment

ছত্তিশগড়ে ভোটের আগের দিন বিস্ফোরণে নিহত নিরাপত্তাকর্মী, গুলিতে নিহত এক নকশাল

গোমে ও গট্টাকাল গ্রামের মাঝের রাস্তায় পরপর বিস্ফোরক পাতা ছিল। সেগুলি একই সঙ্গে ফাটানো হয়। জখম এএসআই পরে মারা যান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছত্তিসগড়ে মাওবাদী হামলা (প্রতীকী ছবি)

ছত্তিসগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন নকশালপন্থী নিহত হয়েছে। পাকড়াও করা হয়েছে আরও একজনকে। রবিবার সংঘর্ষের এ খবর দিয়েছে সংবাদসংস্থা পিটিআই। আগামিকাল ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

Advertisment

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বেদ্রে এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয় নকশালপন্থীদের। একজন নকশালপন্থীর ইউনিফর্ম পরিহিত মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একটি রাইফেলও মিলেছে।

পৃথক একটি ঘটনায় কাঙ্কেরের কোয়েলি বেডা এলাকায় বিস্ফোরণে আহত হন বিএসএফের এক এএসআই। গোমে ও গট্টাকাল গ্রামের মাঝের রাস্তায় পরপর বিস্ফোরক পাতা ছিল। সেগুলি একই সঙ্গে ফাটানো হয়। জখম এএসআই পরে মারা যান।

নির্বাচনের প্রাক্কালে মাওবাদী হামলার সংখ্যা বাড়াছে ছত্তিসগড়ে। নিরাপত্তাবাহিনীর ধারণা, নির্বাচন শেষ হওয়ার পরেও হামলা থামবে না। ছত্তিসগড়ে এবার ভোট হচ্ছে দু দফায়, ১২ ও ১৭ নভেম্বর। নকশালপন্থীরা ভোট বয়কটের আহ্বান করেছে।

গত বৃহস্পতিবার দান্তেওয়াড়ার বাচেলিতে আইইডি বিস্ফোরণে এক সিআইএসএফ কনস্টেবল এবং চার সাধারণ নাগরিকের মৃত্যু হয়। গত ৩০ অক্টোবর দান্তেওয়াড়ার নীলাভয়া এলাকায় মাওবাদী হানায় দূরদর্শনের এক ক্যামেরাম্যান সহ তিনজন মারা যান। গত ২৭ অক্টোবর বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে মারা যান সিআরপিএফের চার কনস্টেবল।

এদিকে আগামিকালের নির্বাচনকে মাথায় রেখে বস্তার জিভিশনের সাত জেলা ও রাজনন্দনগাওঁ জেলার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সুষ্ঠুভাবে ভোটপ্রক্রিয়া সম্পাদন করার জন্য এক লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

Read the Full Story in English

Maoist
Advertisment