সিবিআই অধিকর্তা পদ থেকে দ্বিতীয় বার অপসারণের পর অলোক ভার্মা বলেছেন, ‘‘বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তা নষ্ট করার চেষ্টা চলছিল।’’ সিবিআইয়ের সেই ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে এবার নিজেদের রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারীদের প্রবেশ নিষিদ্ধ করল ভূপেশ বাঘেল সরকার। অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের পর এবার ছত্তিসগড়ই তিন নম্বর রাজ্য, যেখানে সিবিআইয়ের জন্য দরজা বন্ধ করা হল। সম্মতি ছাড়া সে রাজ্যে তদন্তে হাত দিতে পারবে না সিবিআই।
এ প্রসঙ্গে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, ‘‘কেন্দ্রে এনডিএ সরকারের আমলে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেজন্য আমাদের রাজ্যের কোনও তদন্তে সিবিআইকে অনুমতি দেওয়াটা বোধহয় ঠিক হবে না। তবে আমরা সিবিআইকে নিষিদ্ধ করেছি মানে এই নয় যে ওরা আমাদের রাজ্যে আসতে পারবে না। তদন্তের স্বার্থে আমাদের রাজ্যে আসতে হলে আমাদের সম্মতি লাগবে ওদের।’’ সিবিআইয়ের উপর সে রাজ্যের সম্মতি প্রত্যাহারের বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়েছে ছত্তীসগড় সরকার।
সেই চিঠি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরও পড়ুন, সিবিআই-এর কেন রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন?
উল্লেখ্য, এর আগে সিবিআই নিয়ে ক্ষোভ জানিয়ে সরব হন চন্দ্রবাবু নাইডু, মমতা বন্দ্যোপাধ্যায়রা। অন্ধ্রপ্রদেশে সিবিআইকে ঢুকতে হলে নাইডু সরকারের সম্মতি লাগবে। সেই সম্মতি মিললেই দক্ষিণের সে রাজ্যে ঢুকতে পারবে সিবিআই। একই পথে হেঁটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাধারণ সম্মতি বিষয়টি কী?
ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ) যেমন এনআইএ আইন অনুযায়ী কাজ করে, সিবিআই কাজ করে দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুসারে। এই আইন অনুযায়ী সিবিআই তদন্ত করতে চাইলে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতির প্রয়োজন।
সেক্ষেত্রে দু’ধরনের সম্মতি রয়েছে। একটি হল কোনও মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ভাবে সম্মতি। দ্বিতীয়টি হল সাধারণ সম্মতি। রাজ্যের কোনও মামলার ক্ষেত্রে তদন্ত করতে হলে সিবিআই-এর রাজ্য সরকারের সম্মতির দরকার হয়। কেন্দ্রীয় সরকারের কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সিবিআই যাতে স্বাধীনভাবে তদন্ত চালাতে পারে, সেই কারণে সংশ্লিষ্ট রাজ্যের তরফ থেকে সাধারণ সম্মতি দেওয়া হয়। সাধারণত এই সম্মতি দিয়ে দেয় সব রাজ্যই। সাধারণ সম্মতি না দেওয়া হলে প্রতিটি তদন্তের ক্ষেত্রে আলাদা করে রাজ্যের সম্মতি দরকার হয়।
Read the full story in English