Advertisment

হিন্দু দেব-দেবীতে বিশ্বাস না করার নিদান, গ্রেফতার প্রধান শিক্ষক

সনাতন ধর্মের অনুভূতিকে আঘাতের অভিযোগ।

author-image
Sayan Sarkar
New Update
chhattisgarh headmater arrested

রতনলাল সরোবর, 60, 22 জানুয়ারী, অযোধ্যার রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানের দিন রতনপুর থানার আওতাধীন মোহতারাই গ্রামে বক্তৃতা করেছিলেন বলে অভিযোগ (প্রতিনিধিত্বমূলক ছবি)

হিন্দু দেব-দেবীতে বিশ্বাস করবেন না। এমনই দাওয়াই খোদ হেডমাস্টাররের। বিতর্ক হওয়ায় গ্রেফতার হতে হয় ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষককে।

Advertisment

জানা গিয়েছে লোকেদেরকে হিন্দু দেবদেবীতে বিশ্বাস না করা এবং বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

ঘটনার জেরে ওই স্কুল শিক্ষককে বরখাস্ত করে জেলা শিক্ষা দফতর। । একটি ডানপন্থী সংগঠনের আধিকারিক রূপেশ শুক্লার অভিযোগ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, তিনি তাদের শিব, রাম এবং কৃষ্ণ সহ হিন্দু দেবতাদের পূজা না করার এবং বৌদ্ধ ধর্ম অনুসরণ করার শপথ নিতে বাধ্য করেছে ওই শিক্ষক।

অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় প্রধান শিক্ষককে । প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 153A এবং 295A এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Hindu
Advertisment