ধর্মান্তকরণ নিয়ে মাত্র ৩ দিন আগেই বড়সড় বিবৃতি দিয়েছেন ছত্তিশগড়ের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল। ব্রিজমোহন বলেছিলেন যে ছত্তিশগড় সরকার ধর্মান্তকরণ বন্ধ করতে একটি নতুন আইন আনতে চলেছে। মন্ত্রী বলেন, বিধানসভার এই অধিবেশনে একটি ধর্মীয় স্বাধীনতা বিল আনা হবে। অনেক শক্তি রয়েছে যারা বিদেশী তহবিলের ভিত্তিতে ছত্তিশগড়ের জনসংখ্যা ও অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে। লোভ লালসার ফাঁদ দেখিয়ে তারা সরকারকে না জানিয়ে সাধারণ মানুষকে ধর্মান্তরিত করে। এ কারণে সমাজে বিরোধ ও বিদ্বেষ সৃষ্টি হচ্ছে । এ নিয়ে কংগ্রেস বিধায়ক উমেশ প্যাটেল বলেন, আইন আনুন কিন্তু আইনের নামে কাউকে হয়রানি করা ঠিক নয়।
তাঁর বিবৃতির ৭২ ঘন্টা পার হতে না হতেই জানা গিয়েছে ধর্মান্তকরণ সংক্রান্ত আইনের এক খসড়া ছত্তিশগড় বিধানসভায় পেশ করা হবে। কী রয়েছে সেই খসড়ায়? জানা গিয়েছে যে ব্যক্তি অন্য ধর্মে ধর্মান্তরিত হতে চান তাকে কমপক্ষে ৬০ দিন আগে ব্যক্তিগত বিবরণ সহ একটি আবেদনপত্র পূরণ করতে হবে এবং তা জেলা শাসকের কাছে জমা দিতে হবে। এর পর পুলিশ ওই ব্যক্তির অন্য ধর্মে ধর্মান্তরিত আসল উদ্দেশ্য, কারণ মূল্যায়ন করবে। আগামী কয়েকদিনের মধ্যেই ছত্তিশগড় বিধানসভায় পেশ করা হবে এমন একটি নতুন বিলের রূপরেখা।
যদিও সূত্রের খবর, চূড়ান্তভাবে খসড়াটি বিধানসভায় পেশ করার আগে তাতে বেশ কিছু সংশোধনী আনা হতে পারে। খসড়াটিতে আরও বলা হয়েছে যে "অপব্যবহার, বলপ্রয়োগ, অযাচিত জবরদস্তি, প্রলোভন বা কোনও প্রতারণামূলক উপায়ে বা বিবাহের মাধ্যম হিসাবে কাউকে এক ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তর করা যাবে না।" সেক্ষেত্রে জেলাশাসক যদি সেই বিষয়টি জানতে পারেন তবে সেই ধর্মান্তর অবৈধ বলে গণ্য হবে।
খসড়াতে আরও বলা হয়েছে যে ধর্মান্তরিত হওয়ার পরে, সেই ব্যক্তিকে ৬০ দিনের মধ্যে অন্য একটি ঘোষণাপত্র পূরণ করতে হবে এবং যাচাইয়ের ডিএম-এর সামনে তা পেশ করতে হবে। যদি তা করা না হয়, তবে রূপান্তরটি অবৈধ বলে গণ্য করা হতে পারে। নিশ্চিতকরণের তারিখ পর্যন্ত ডিএম তার অফিসের নোটিশ বোর্ডে ঘোষণার একটি প্রতিলিপি রাখবেন।
পাশাপাশি অবৈধভাবে ধর্মান্তরিত করার উপর থাকছে বিশেষ শাস্তির বিধানও। যারা অবৈধভাবে অপ্রাপ্তবয়স্ক, মহিলা বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতির সদস্যদের ধর্মান্তরিত করবেন তাদের সর্বনিম্ন দু বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি সর্বনিম্ন ২৫,০০০ টাকা জরিমানা করা হবে। গণধর্মান্তরের জন্য, শাস্তি সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ ১০ বছর এবং ৫০হাজার টাকার জরিমানার বিধান রাখা হয়েছে। যারা তাদের পূর্বের ধর্মে পুনরায় ধর্মান্তরিত হতে চায় তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। বিধানসভা নির্বাচনের আগে, বিজেপি ধর্মান্তরকে একটি নির্বাচনী ইস্যুতে পরিণত করেছিল।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন যে 'গত পাঁচ বছরে ধর্মান্তকরণ বেড়েছে হুহু করে৷ তা আটকাতেই সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে'। দুদিন আগে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই সরকারের মন্ত্রী ধর্মান্তর বিরোধী বিল হাউসে আনার কথা বলেছিলেন।