scorecardresearch

ঘরে ডেকে দুই ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

man arrested for repeatedly raping 7 year-old daughter in Pimpri-Chinchwad pune
প্রতিকী ছবি।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে তপ্ত ছত্তিশগড়। ইতিমধ্যেই বছর ৪৫-এর বেসরকারি স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চম ও সপ্তম শ্রেণির ২ পড়ুয়াকে স্কুল ছুটির পড়ে নিজের ঘরে ডেকে শ্লীলতাহানি করেন বলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনে পড়ুয়ারা। বাড়ি ফিরেই অভিভাবকদের বিষয়টি জানায় তারা। এরপরই অধ্যক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান তাদের পরিবার।

আরও পড়ুন মহরম ও আগামী রবিবার-ও খোলা থাকবে পোস্ট অফিস! কেন জানেন?

কোতোয়ালি স্টেশন হাউস আধিকারিক প্রকাশ রাঠোর জানিয়েছেন, দুই নাবালিকাকে নিজের চেম্বারে ডেকে শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক বেসরকারি স্কুলের অধ্যক্ষকে। গত শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাকে মারধরের অভিযোগও করেন অভিযুক্ত অধ্যক্ষ।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Chhattisgarh school principal arrested for molesting 2 girl students