Chhattisgarh Encounter: ডেরায় ঢুকে পরপর গুলি! বিরাট সাফল্য বাহিনীর, এনকাউন্টারে নিকেশ ১৬ মাওবাদী

Chhattisgarh Encounter: ফের মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৬ মাওবাদীর।

Chhattisgarh Encounter: ফের মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৬ মাওবাদীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Chhattisgarh Encounter

ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। এনকাউন্টারে নিকেশ ১৬ মাওবাদী

Chhattisgarh Encounter: ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। এনকাউন্টারে নিকেশ ১৬ মাওবাদী। 

Advertisment

ফের মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৬ মাওবাদীর।  তাদের সকলের মৃতদেহ সুকমার জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। বাহিনী সূত্রে খবর, সংঘর্ষে দুই সেনাও আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফের ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, ২৪ ঘন্টার মধ্যে ১৫ তম কম্পন, মৃতের সংখ্যা হাজার পার

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল সুকমা-দান্তেওয়াড়া জেলার সীমানায় উপমপল্লি কেরলাপাল জঙ্গলে আশ্রয় নেওয়া প্রায় জনা পঞ্চাশ মাওবাদীকে ঘিরে ফেলে। এরপরই পালানোর পথ না পেয়ে বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। বাহিনীও পালটা জবাব দেয়। সংঘর্ষের ঘটনায় ১৬ মাওবাদীর মৃত্যু হয়েছে। গুলির লড়াইয়ে দুই সেনাও আহত হয়েছেন।

Advertisment

ছত্তিশগড়ের বস্তার জোনের আইজি পি. সুন্দররাজ এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুকমা-দান্তেওয়াড়া সীমান্তের উপমপল্লি কেরালাপাল এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, সুকমার এসপি কিরণ চবন জানিয়েছেন যে সুকমা-দান্তেওয়াড়া সীমান্তের উপমপল্লি কেরালাপাল এলাকার জঙ্গলে এখনও গুলির লড়াই চলছে। নিরাপত্তা বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে।খবর অনুযায়ী, ৩০ থেকে ৪০ জন মাওবাদীদের একটি দল জঙ্গলে লুকিয়ে আছে, যাদের চারিদিক থেকে ঘিরে রয়েছে  নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।  

Chattishgarh Naxal Attack