Advertisment

অন্যায় করিনি, মাথা উঁচু করে হেঁটে যাব: চিদাম্বরম

তিনি বলেন, "আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমি আইনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছি। ব্যাপারটা উল্টো, আমি আইনের কাছে ন্যায়বিচার চাইছি।"

author-image
IE Bangla Web Desk
New Update
Chidambaram

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা চিদাম্বরম (ফাইল ছবি)

যাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস তিনিই সংবাদমাধ্যমের সামনে। দিল্লির রাজনীতি নাটকীয় ও সরগরম হয়ে রইল কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমকে নিয়েই।

Advertisment

সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিদাম্বরম দাবি করলেন, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তিনি বলেন, "আমি কোনও অপরাধে অভিযুক্ত নই। এফআইআরে আমার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। মিথ্যাবাদীরা আমার বিরুদ্ধে এ সব রটাচ্ছে।"

তিনি বলেন, "দেশের সংবিধানের সব চেয়ে পবিত্র অনুচ্ছেদ হল ২১ নং অনুচ্ছেদ। যদি আমাকে জীবন ও স্বাধীনতার মধ্যে কোনও একটিকে বাছতে বলা হয়, তাহলে আমি স্বাধীনতা বেছে নেব।"

চিদাম্বরম বলেন, "আমাকে ১৭ মাসের অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। সাত মাস পর দিল্লি হাইকোর্ট আমার অন্তর্বর্তী জামিন নাকচ করে দিল। আইএনএক্স মিডিয়া মামলায় কোনও চার্জশিট দাখিল করা হয়নি।"

তিনি বলেন, "আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমি আইনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছি। ব্যাপারটা উল্টো, আমি আইনের কাছে ন্যায়বিচার চাইছি।"

"আজ থেকে শুক্রবার পর্যন্ত আমি মাথা উঁচু করে পরিষ্কার বিবেক নিয়ে হেঁটে যাব। আমার প্রার্থনা থাকবে যেন তদন্তসংস্থাগুলিও আইন মেনে চলে। আমি যে কোনও পরিস্থিতিতেই আইনকে সম্মান করে চলব।"

সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে চিদাম্বরমের আবেদনের শুনানি হবে শুক্রবার। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট আইএনএক্স মিডিয়া মামলায় তাঁর অন্তর্বর্তী জামিন ও সুরক্ষাকবচ খারিজ করে দেয়। এর পর চিদাম্বরমের হয়ে কংগ্রেসের নেতা তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আবেদন জানান। সুপ্রিম কোর্ট জানিয়েছে এ সম্পর্কিত শুনানি হবে শুক্রবার। এদিকে গতকালের রায়ের পর থেকেই চিদাম্বরম নিখোঁজ ছিলেন বলে দাবি করেছিল সিবিআই এবং ইডি। ইডি-র তরফ থেকে চিদাম্বরমের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়।

এদিকে চিদাম্বরমের সাংবাদিক সম্মেলনের পরই তাঁর বাড়িতে পৌঁছেছে সিবিআই।

Read the Full Story in English

P Chidambaram
Advertisment