New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/chidambaram-759-new.jpg)
পি চিদাম্বরম। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
পি চিদাম্বরম। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
অস্বস্তি বাড়ল পি চিদম্বরমের। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি করল ইডি। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের রায়ের পর থেকেই বেপাত্তা চিদম্বরম। হাইকোর্টের রায়ের পরই গতকাল সন্ধ্যায় চিদম্বরমের বাড়িতে হানা দেয় সিবিআই ও ইডি। কিন্তু সে সময় বাড়িতে ছিলেন না চিদম্বরম। আজ সকালেও চিদম্বরমের বাড়িতে যায় সিবিআই দল। কোথায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? এ প্রশ্নের উত্তরের সন্ধানেই রয়েছেন তদন্তকারীরা।
Enforcement Directorate (ED) issues lookout notice against Congress leader and former Finance Minister #PChidambaram pic.twitter.com/h0dGdJWYSB
— ANI (@ANI) August 21, 2019
আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া ও চিদাম্বরমের যোগসাজশ
চিদম্বরমের বাড়িতে অভিযান প্রসঙ্গে ইডির এক আধিকারিক বলেন, ‘‘আমরা ওঁর খোঁজে রয়েছি। শহরজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। ওঁকে পেলেই গ্রেফতার করা হবে’’। গতকাল চিদম্বরমের বাড়িতে গিয়ে নোটিস দেয় সিবিআই। দু’ঘণ্টার মধ্যে চিদম্বরমকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। সূত্র মারফৎ জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ জোরা বাগ এলাকায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িত যায় সিবিআই দল। এরপরই তাঁর বাসভবনে যান ইডি আধিকারিকরা।
আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ চিদাম্বরম
এদিকে, আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের মামলা গেল প্রধান বিচারপতির বেঞ্চে। আগাম জামিনের আবেদন নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যেতে হবে চিদম্বরমকে, এমনটাই জানা গিয়েছে। ‘এটা বড় দুর্নীতি মামলা’, আদালতে জানান সলিসিটর জেনারেল।
আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরকে ‘অন্যতম মূল চক্রী’ বলে বর্ণনা করেছে হাইকোর্ট। এদিকে, আইএনএক্স মিডিয়ায় দুর্নীতি ও আর্থিক তছরুপ মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদাম্বরম। দিল্লি হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানিয়ে তাঁর হয়ে শীর্ষ আদালতে আবেদন করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল।
Read the full story in English