Advertisment

ইডি মামলায় সোমবার পর্যন্ত চিদাম্বরমকে সুরক্ষাকবচ সুপ্রিম কোর্টের

বিচারপতি আর ভানুমতী এবং এ এস বোপান্নার বেঞ্চ এই রায় দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Chidambaram, Spreme court, INX Media

চিদাম্বরম (ফোটো- তাশি তোবগিয়াল)

আইএনএক্স মিডিয়া মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-এর তদন্ত থেকে সোমবার, ২৬ অগাস্ট পর্যন্ত সুরক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের মামলার ব্যাপারে চিদাম্বরমের আবেদনের শুনানি হবে আগামী সোমবার। বিচারপতি আর ভানুমতী এবং এ এস বোপান্নার বেঞ্চ এই রায় দিয়েছে।

Advertisment

দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে আইএনএক্স মিডিয়ার দুটি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি।

আরও পড়ুন, এক নজরে চিদাম্বরম মামলার সওয়াল-জবাব

বৃহস্পতিবার চিদাম্বরমকে ২৬ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাতে তাঁর জোর বাগের বাড়ি থেকে গ্রেফতার করা হয় চিদাম্বরমকে। এই রায়ের নির্দেশ দেওয়ার পর বিশেষ সিবিআই আদালত বলেছিল চিদাম্বরমের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর প্রকৃতির এবং এ ব্যাপারে বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।

আদালত জানিয়েছিল, চিদাম্বরমের পরিবারের সদস্যরা প্রতিদিন তাঁর সঙ্গে দেখা করতে পারবেন। সময়ে সময়ে তাঁর ডাক্তারি পরীক্ষাও হবে বলে জানিয়ে দিয়েছিল আদালত।

আরও পড়ুন, ছেলের ব্যবসায়ে সাহায্য করার অনুরোধ করেছিলেন চিদাম্বরম, দাবি ইন্দ্রাণীর

বৃহস্পতিবার সিবিআইয়ের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, “চিদাম্বরম যেহেতু অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, ফলে তাঁর এ তদন্তে সহযোগিতা না করার দারুণ দক্ষতা রয়েছে।”

P Chidambaram ED cbi
Advertisment