Advertisment

চিদাম্বরমের হেফাজতের মেয়াদ বাড়ল

চিদাম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে সুবিধা পাইয়ে দেবার অভিযোগে মামলা চালাচ্ছে সিবিআই ও ইডি। মামলা চলছে দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Chidambaram , চিদম্বরম

পি চিদাম্বরম। ফাইল ছবি

আইএনএক্স মিডিয়া মামলায় ফের ধাক্কা খেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। আগামী ৩ অক্টোবর পর্যন্ত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লি আদালত। চিদাম্বরম আপাতত তিহার জেলে রয়েছেন। ১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষ হবার পর এদিন তাঁকে আদালতে তোলা হয়।

Advertisment

চিদাম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে সুবিধা পাইয়ে দেবার অভিযোগে মামলা চালাচ্ছে সিবিআই ও ইডি। মামলা চলছে দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে।

গত সপ্তাগে আদালত চিদাম্বরমের ইডির কাছে আত্মসমর্পণের আবেদন খারিজ করে দেয়। ইডি জানায় তাদের প্রয়োজন মোতাবেক চিদাম্বরমকে গ্রেফতার করা হবে।

ইডি-র হয়ে সওয়াল করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ইডি আদালতে জানায় চিদাম্বরম যেহেতু এখন জেল হেফাজতে রয়েছেন, ফলে তিনি এখন প্রমাণ লোপাট করতে পারবেন না।

চিদাম্বরমের আইনজীবী কপিল সিবাল বলেছিলেন, প্রাক্তন অর্থমন্ত্রীর আত্মসমর্পণের অধিকার রয়েছে এবং ইডি চিদাম্বরমের হেফাজতের মেয়াদ বৃদ্ধি করতে চাইছে, যাতে তিনি আরও কষ্ট পান।

P Chidambaram
Advertisment