Advertisment

'শুধু আমিই কেন গ্রেফতার হলাম?', তিহার জেল থেকে প্রশ্ন চিদাম্বরমের

পি চিদাম্বরমের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে তাঁর হয়ে পরিবারের সদস্যরা এই প্রশ্ন তুলে ধরেন। সেখানে লেখা রয়েছে, 'আমাকে অনেকেই প্রশ্ন করছেন, যেসব অফিসার এই লেনদেনের ছাড়পত্র দিতে আপনাকে সুপারিশ করল তাদের কেন গ্রেফতার করা হয়নি?'

author-image
IE Bangla Web Desk
New Update
P Chidambaram, পি চিদাম্বরম

পি চিদাম্বরম।

আইএনএক্স মিডিয়া মামলায় অর্থিক দুর্নীতিতে অভিযুক্ত দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তাঁর ঠাঁই হয়েছে তিহার জেলে। এই মামলায় কেন তাঁকেই শুধু গ্রেফতার করা হল তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের এই নেতা। যেসব সরকারি আধিকারিক বিদেশী বিনিয়োগ আইএনএক্স গোষ্ঠীকে দিতে সুপারিশ করেছিল কেন তাদের দোষ দেখা হচ্ছে না? তা জানতে চাইলেন চিদাম্বরম। অভিযোগ, ২০০৭ সালে নিয়ম বহির্ভূতভাবে আইএনএক্স গোষ্ঠীতে বিদেশী অর্থ আনা হয়েছিল।

Advertisment

পি চিদাম্বরমের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে তাঁর হয়ে পরিবারের সদস্যরা এই প্রশ্ন তুলে ধরেন। সেখানে লেখা রয়েছে, 'আমাকে অনেকেই প্রশ্ন করছেন, যেসব অফিসারেরা এই লেনদেনের ছাড়পত্র দিতে আপনাকে সুপারিশ করল তাদের গ্রেফতার করা হয়নি। তাহলে আপনাকে কেন গ্রেফতার করা হল? শেষ সাক্ষরটা যেহেতু আপনার রয়েছে তাই? আমার কাছে এর কোনও উত্তর নেই।' এরপরই টুইটারে লেখা হয়েছে, 'কোনও অফিসারই কিছু ভুল করেননি। আমি চাই না কাউকে গ্রেফতার করা হোক।'

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বড় পদক্ষেপের সঙ্গে ‘ইসরো স্পিরিট’কে মেলালেন মোদী

দুর্নীতির অভিযোগে গত ২১ অগাস্ট চিদাম্বরমকে গ্রেপ্তার করে সিবিআই। দিল্লির বিশেষ আদালত তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচাপবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

গত ২১ অগাস্ট এক নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। ১৫ দিন সিবিআই হেফাজতে ছিলেন পি চিদাম্বরম। এরপর, সুপ্রিম কোর্টের কাছে তাঁর আইনজীবী কপিল সিব্বলের তরফে অনুরোধ করা ছিল, তিহার জেলে না পাঠিয়ে চিদাম্বরমকে যেন গৃহবন্দি করে রাখা হয়। যদিও সেই আবেদন মান্যতা পায়নি। আদালতের নির্দেশে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতার ঠাঁই হয় দিল্লির তিহার জেলে।

Read the full story in English

P Chidambaram CONGRESS
Advertisment