scorecardresearch

এক নজরে চিদাম্বরম মামলার সওয়াল-জবাব

হাই ভোল্টেজ চিদাম্বরম মামলায় কী বলেছিলেন সিবিআইয়ের আইনজীবী, প্রাক্তন অর্থমন্ত্রীর হয়ে সওয়ালে কোন কোন পয়েন্ট তুলে এনেছিলেন দুঁদে উকিলরা- দেখে নিন।

Chidambaram , চিদম্বরম
পি চিদাম্বরম। ফাইল ছবি

সিবিআই: তুষার মেহতা আদালতে বলেন, চিদাম্বরম আইএনএক্স মিডিয়া কেলেংকারির ষড়যন্ত্রে লিপ্ত এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন না। মেহতা বলেন তদন্তকারী সংস্থা জোর করে স্বীকারোক্তি আদায় করছিল না, কিন্তি মামলার মূলে যাওয়ার অধিকার তাদের রয়েছে।

সিবিআইয়ের চার্জশিট ফাইল না করা নিয়ে মেহতা বলেন, চিদাম্বরমের কাছে যা রয়েছে, সেসব সংগ্রহ করার পর চার্জশিট ফাইল করা হবে। আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমকে হেফাজতে নিয়ে জেরা করা হলে বডসড় ষড়যন্ত্র উন্মোচিত হবে বলে আদালতে বলেন তিনি।

মেহতার সওয়াল ছিল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তবেই কার্যকর তদন্ত সম্ভব।

আরও পড়ুন, সিবিআই হেফাজতে চিদাম্বরম, পরবর্তী শুনানি ২৬ অগাস্ট

চিদাম্বরমের আইনজীবীরা:

কপিল সিবল বলেন এ মামলায় কার্তি চিদাম্বরম সহ অভিযুক্ত সকলেই জামিন পেয়ে গিয়েছেন। নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন, এ মামলায় প্রথম গ্রেফতার করা হয়েছিল কার্তির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ভাস্কর রমণকে, যিনি জামিনে রয়েছেন। ইন্দ্রাণী ও পিটার মুখার্জিও জামিন পেয়েছেন, কিন্তু অন্য মামলায় তাঁরা জেলে রয়েছেন।

তিনি বলেন এই মামলায় মূল অভিযোগের ১০ বছর পর এফআইআর দায়ের করা হয়েছে এবং চিদাম্বরম কখনও জেরা এড়াননি।

সিবল বলেন, চিদাম্বরমকে ১২টি প্রশ্ন করা হয়েছে যার মধ্যে ৬টির জবাব তিনি আগেই দিয়েছেন। আদালতে তিনি বলেন, তদন্তকারীরা জানেনই না কী প্রশ্ন করতে হবে এবং কোনও প্রশ্নই ওঁদের কাছে প্রস্তুত নেই।

চিদাম্বরমের কাছে নথি রয়েছে বলে সিবিআইয়ের যে অভিযোগ, সে প্রসঙ্গে সিবল বলেন, সংস্থা তাঁকে বলতেই পারত সে নথি তাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। তিনি বলেন, জামিন মঞ্জুর করা আদালতের কাছে ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন।

সিবলের সওয়ালের সূত্র ধরে অভিষেক মনু সাংভি বলেন, গোটা মামলাই সাজানো হয়েছে ইন্দ্রাণী মুখার্জির বিবৃতির সূত্র ধরে, যিনি রাজসাক্ষী হয়েছেন। তিনি বলেন, চিদাম্বরমের পালানোর সম্ফাবনা নেই এবং তিনি সিবিআই যা শুনতে চায় সে উত্তর দিতে পারবেন না।

আরও পড়ুন, ছেলের ব্যবসায়ে সাহায্য করার অনুরোধ করেছিলেন চিদাম্বরম, দাবি ইন্দ্রাণীর

চিদাম্বরমকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদনের বিরোধিতা করে সাংভি বলেন, প্রমাণ নষ্ট করার কোনও অভিযোগ সিবিআই করেনি। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতেই কেবল হেফাজতে নেওয়া যেতে পারে এবং এ মামলায় নতুন কিছু ঘটেনি।

সিবিআই: নিজের অন্তিম সওয়ালে তুষার মেহতা বলেন, আদালতের চোখে সকলেই সমান। চিদাম্বরমের নিজের সওয়াল করার আবেদনের বিরোধিতা করে তিনি বলেন, ইতিমধ্যেই দক্ষ আইনজীবীরা তাঁর হয়ে দাঁড়িয়েছেন এবং চিদাম্বরম অত্যন্ত বু্দ্ধিমান হওয়ায় তদন্তে সহযোগিতা না করার দারুণ দক্ষতা রয়েছে তাঁর।

মেহতা বলেন, চিদাম্বরমের ছেলে কার্তিকেও এই মামলায় হেফাজতে জেরা করা হয়েছিল এবং চিদাম্বরম যেহেতু জবাব পরিহার করেছেন, সে কারণে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন। আইএনএক্স মিডিয়া মামলা যেহেতু অতীব সিরিয়াস মামলা এবং এতে যেহেতু অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিরা জড়িত, ফলে এ মামলার গোড়ায় না পৌঁছতে পারলে নিজেদের কর্তব্যে অকৃতকার্য হবে তদন্তকারী সংস্থা, এ কথা বলে সওয়াল শেষ করেন তিনি।

Read the Full Story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Chidambarm case cbi kapil sibal arguments in court