ভারতীয় বিচারব্যবস্থা বিশ্বের অন্যতম সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। নিজের বিদায়ী ভাষণে এ কথা বললেন দেশের বিদায়ী প্রধান বিচারপতি দীপক মিশ্র। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থাকে উন্নত করার ক্ষমতা রয়েছে তরুণ আইনজীবীদের।
এদিন তাঁর ভাষণে দীপক মিশ্র বলেছেন, ‘‘মাথা ঘুরিয়ে দেওয়ার মত সংখ্যায় মামলা নিয়ে কাজ করে আমাদের বিচারব্যবস্থা বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী বিচারব্যবস্থা হিসেবে প্রতিপন্ন হয়ে এসেছে। ’’
আরও পড়ুন, এলগার পরিষদ কাণ্ডে ধৃত গৌতম নওলাখাকে গৃহবন্দিত্ব থেকে মুক্তির নির্দেশ দিল্লি হাইকোর্টের
তিনি এদিন বলেন, ন্যায়বিচারের মানবিক মুখ থাকা উচিত, থাকা উচিত মানবিক দৃষ্টিভঙ্গিও।
ভাষণের শুরুতেই দীপক মিশ্র এদিন বলেন, ‘‘ইতিহাস কখনও দয়ালু হতে পারে, কখনও বা নিষ্ঠুর। আমি মানুষকে ইতিহাস দিয়ে বিচার করি না, বিচার করি তাঁদের কাজ দিয়ে, তাঁদের পরিপ্রেক্ষিত দিয়ে।’’
তিনি আরও বলেন, ‘‘বিচারপতি হিসেবে আমার গোটা কর্মজীবনে আমি সমতার দেবীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করিনি। আমি সমস্ত স্তরে বারের কাছে ঋণী, এবং এখান থেকে আমি সন্তুষ্টচিত্তে বিদায় নিচ্ছি।’’
পরবর্তী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী ৩ অক্টোবর থেকে কার্যভার গ্রহণ করতে চলেছেন। তিনি বলেন, নাগরিক অধিকারের ক্ষেত্রে দীপক মিশ্রের অবদান অতুলনীয়। এ প্রসঙ্গে গণপ্রহারের বিরুদ্ধে দেওয়া তাঁর রায়, ৩৭৭ ধারার অবলুপ্তি-র মতন উদাহরণ তুলে ধরেন তিনি।
বিচারপতি দীপক মিশ্রকে স্মরণীয় এক বিচারপতি বলে উল্লেখ করেছেন রঞ্জন গগৈ।
রঞ্জন গগৈ তাঁর ভাষণে বলেন, ‘‘আমরা এমন একটা সময়ে বাস করছি, যখন আমাদের কী খাওয়া উচিত, কী পরা উচিত এসবেই আমাদের ব্যক্তিজীবন আটকে পড়েছে। তাহলে কী আমাদের একত্র রাখতে পারে? নিঃসন্দেহে তা হল সংবিধান।’’
এদিনের অনুষ্ঠানে দেশের অ্যাটর্নি জেনারেল কে কে ভেণুগোপালসহ বর্ষীয়ান আইনজীবীরা অংশগ্রহণ করেন।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: