HKU5-CoV-2: ভয়ঙ্কর ভাইরাসের সন্ধান! মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়ালো আতঙ্ক! ফের আরও একটা মহামারী?

HKU5-CoV-2 in China: এবার ‘ব্যাট করোনাভাইরাস’ নিয়ে চূড়ান্ত সতর্ক করল চিন। সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, নয়া এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যেমন SARS-CoV-2।

author-image
IE Bangla Web Desk
New Update
HKU5-CoV-2 in China:

ভয়ঙ্কর ভাইরাসের সন্ধান! মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়ালো আতঙ্ক! ফের আরও একটা মহামারী? Photograph: (ফাইল ছবি)

HKU5-CoV-2 in China: বিশ্বজুড়ে ফিরল করোনা আতঙ্ক। এবার ‘ব্যাট করোনাভাইরাস’ নিয়ে চূড়ান্ত সতর্ক করল চিন। সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, নয়া এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যেমন SARS-CoV-2।

Advertisment

করোনার মতোই বিশ্বজুড়ে তান্ডব সৃষ্টি করতে পারে নতুন এক মহামারি। চিনে পাওয়া গেল এমনই বিপজ্জনক এক ভাইরাস। বিজ্ঞানীরা জানিয়েছে এই ভাইরাসের নাম HKU5-CoV-2, এই ভাইরাসটি মূলত বাদুড়ের মধ্যেও পাওয়া গেছে। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই ভাইরাস অন্যান্য কিছু প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে। এই খবর সামনে আসতেই বিজ্ঞানীরা ইতিমধ্যে সকল সতর্কতা অবলম্বন করেছেন। এই ভাইরাসটি আবিষ্কার করেছেন ভাইরোলজিস্ট শি ঝেংলি, যিনি 'ব্যাট ওম্যান' নামে পরিচিত। এররপর কোভিডের মতো মহামারি আতঙ্ক তাড়া করতে শুরু করে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই সতর্ক করেছেন যে HKU5-CoV-2 মানুষকে সংক্রামিত করতে পারে। এই মুহূর্তে এই (নতুন মহামারি) নিয়ে আরও গবেষণা করার প্রয়োজন। এই নতুন ভাইরাসের বিস্তার রোধে সতর্কতা বৃদ্ধি করা প্রয়োজন।

মহাশিবরাত্রিতে এই কাজ ভুলেও নয়, রুষ্ট হবেন স্বয়ং মহাদেব, জানুন 'ব্রহ্ম মুহুর্তে' পুজোর গুরুত্ব

সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, HKU5-CoV-2 ভাইরাসটি SARS-CoV-2 এর মতো, HKU5-CoV-2 ভাইরাসেরও একটি বৈশিষ্ট্য রয়েছে যাকে বলা হয় "ফুরিন ক্লিভেজ সাইট"। ACE2 রিসেপ্টর প্রোটিনের মাধ্যমে ভাইরাসটিকে মানবদেহে প্রবেশ করতে সাহায্য করে। ACE2 রিসেপ্টর হল সেই প্রোটিন যার মাধ্যমে SARS-CoV-2 কোষে প্রবেশ করে তবে, এই বাদুড়ের ভাইরাস SARS-CoV-2 এর মতো সহজে মানুষের কোষে প্রবেশ করতে সক্ষম নয়।

Advertisment

গবেষকরা এই বাদুড়ের ভাইরাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন, যেখানে দেখা গেছে যে এটি মানুষের কোষকে প্রভাবিত করে। বিজ্ঞানীরা মানুষের অন্ত্র এবং শ্বাসনালীতে  ভাইরাসের প্রভাবও পর্যবেক্ষণ করেছেন। গবেষকরা এই  উপসংহারে পৌঁছেছেন যে বাদুড়ের ভাইরাস HKU5-CoV-2 মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার কোনও উচ্চ ঝুঁকি নেই। তবে, বিজ্ঞানীরা এখন এই ভাইরাস নিয়ে আরও বেশি পর্যবেক্ষণ চালিয়ে যাবেন যাতে তাঁরা ভাইরাস থেকে সৃষ্ট সম্ভাব্য বিপদগুলি বুঝতে পারেন। 

china virus