Advertisment

India-China Border: ড্রাগনের দেশের নয়া কৌশল, নিয়ন্ত্রণরেখা বরাবর শ'য়ে শ'য়ে বসতি স্থাপন, বিরাট উদ্বেগ

গ্রামগুলো সেনাবাহিনীর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ গ্রামের বাসিন্দারা সাধারণ নাগরিক নাকি সামরিক বাহিনীর সদস্য তা স্পষ্ট নয় সেনার কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
China,China village,India-China Border,Uttarakhand,LAC

সূত্রের খবর, চিন উত্তর-পূর্ব সীমান্তবর্তী LAC বরাবর অবৈধ নির্মাণ করছে।

ড্রাগনের দেশের নয়া কৌশল, এলএসি-বরাবর চিন শ'য়ে শ'য়ে বসতি স্থাপন করছে। যা ভারতের জন্য বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Advertisment

ভারত সীমান্ত লাগোয়া এলএসির আশেপাশের অঞ্চলে ক্রমাগত বসতি গড়ে তুলছে চিন। গত তিন-চার বছরে, অরুণাচল প্রদেশ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-এর ওপারে চিন অনেক গ্রাম তৈরি করেছে। এর পর চিনের ফোকাস উত্তরাখণ্ডের সীমান্ত।

চিনের এই ধরণের কার্যকলাপ ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

লাদাখ ও অরুণাচল প্রদেশের পর উত্তরাখণ্ডেও সীমান্ত বরাবর বসতি স্থাপন করেছে চিন। উত্তরাখণ্ড সীমান্তের কাছে গ্রাম তৈরি করছে চিন। এই গ্রামগুলি সীমান্তের খুব কাছে। ভারতীয় সীমান্ত থেকে দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। ভবিষ্যতেও এই ধরনের নির্মাণের পরিকল্পনা করছে চিন। এর আগে লাদাখ ও অরুণাচলের কাছেও নির্মাণ শুরু করেছিল চিন।

রিপোর্ট অনুযায়ী চিন উত্তরাখণ্ডের সীমান্তের কাছে প্রায় ৫৫-৫৬টি বসতি গড়ে তুলেছে। এই সমস্ত গ্রাম পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নজরদারিতে রয়েছে। এ ছাড়া সীমান্ত থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে গ্রামও গড়ে উঠতে শুরু করেছে। চিন সীমান্ত সংলগ্ন পূর্ব সেক্টরে ৪০০টি বসতি গড়ে তোলার পরিকল্পনা করছে। এর মাধ্যমে সীমান্তে নিজেদের উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা করছে চিন।

উত্তরাখণ্ডের সঙ্গে চিনের সীমান্ত প্রায় ৩৫০ কিলোমিটার। রিপোর্ট অনুসারে চিনের তৈরি এই গ্রামগুলোতে রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা। চিন এ পর্যন্ত এলএসির অপর পাশে ৭০০ টিরও বেশি সীমান্ত বসতি স্থাপন করেছে। ভারতীয় সেনাবাহিনীর উদ্বেগ হল চিন এই গ্রামগুলির দুভাবে ব্যবহার করতে পারে। অর্থাৎ সামরিক ও অসামরিক কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে চিনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত জুড়ে বেশ কয়েকটি গ্রাম দখল করতে শুরু করেছে চিন। এই বিষয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, চিনারা গত কয়েক মাসে, লোহিত উপত্যকা এবং অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টর থেকে এলএসির পাশে নির্মিত এই কয়েকটি গ্রাম দখল করতে শুরু করেছে। গ্রামগুলো সেনাবাহিনীর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ গ্রামের বাসিন্দারা সাধারণ নাগরিক নাকি সামরিক বাহিনীর সদস্য তা স্পষ্ট নয় সেনার কাছে।

কৃষক বিক্ষোভ আপডেট: < Farmers Protest: কৃষকদের দাবি মেনে নেবে কেন্দ্র? চুড়ান্ত জল্পনার মাঝেই আজ ফের বৈঠক >

এখনও অবধি, এলএসি বরাবর এই গ্রামগুলিতে নির্মিত দ্বিতল, বড় এবং প্রশস্ত ভবনগুলি খালি ছিল। গত কয়েক মাস ধরে সেগুলিতে চিনা নাগরিকরা থাকতে শুরু করেছেন। সূত্রের খবর, চিন উত্তর-পূর্ব সীমান্তবর্তী LAC বরাবর অবৈধ নির্মাণ করছে। তারা তাতেই থামছে না। এমনকি অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকার মতো অন্যান্য অঞ্চলেও আমরা দ্রুত এই ধরণের নির্মাণ গড়ে উঠছে।

ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অধীনে, ভারত প্রথম ধাপে ৬৬৩ টি সীমান্তবর্তী গ্রামকে আধুনিক গ্রামে পরিণত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশে চিন সীমান্তে এমন অন্তত ১৭ টি গ্রামকে এই প্রোগ্রামের অধীনে একটি 'পাইলট প্রকল্প' হিসাবে বেছে নেওয়া হয়েছে।

India china
Advertisment