Advertisment

নয়া করোনা স্ট্রেন মিলল চিনেও, নতুন বছরে বাড়ল চিন্তা

ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করেছে বহু দেশ। বিজ্ঞানীরা জানিয়েছে চিন থেকে আসা করোনাভাইরাসের থেকেও অনেক বেশি সংক্রমক এই নয়া স্ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিনের উহান প্রদেশ থেকে ছড়িয়েছিল প্রথম করোনাভাইরাস। যার জের পোহাতে হয়েছিল ২০২০ সালকে, ক্ষতবিক্ষত হতে হয়েছিল বিশ্বকে। এবার ব্রিটেনে তৈরি হওয়া করোনার নয়া স্ট্রেন পৌঁছল চিনে। চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তরফে এমনটাই জানান হয়েছে।

Advertisment

ব্রিটেনের এই নতুন ভাইরাস নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করেছে বহু দেশ। বিজ্ঞানীরা জানিয়েছে চিন থেকে আসা করোনাভাইরাসের থেকেও অনেক বেশি সংক্রমক এই নয়া স্ট্রেন। প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এটি।

ব্রিটেন থেকে চিনে আসা ২৩ বছরের এক মহিলা পড়ুয়ার দেহে ধরা পড়েছে বিলিতি করোনা ভাইরাস। ডিসেম্বরের ১৪ তারিখ সাংহাইতে তাঁর করোনা পরীক্ষা হয়। বুধবারই সিডিসির তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চিনে কোভিড-১৯ প্রতিরোধ করার ক্ষেত্রে নয়া হুমকি নিয়ে এসেছে এই ভাইরাস।

আক্রান্ত চিনা মহিলার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই তাঁকে আইসোলেশনে রাখার পাশাপাশি জিনোম সিক্যুয়েন্সিংও করা হয়। সেখানেই দেখা যায় এই ভ্যারিয়েন্টের অবস্থান। চিনের বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ব্রিটেন থেকে চিনে সমস্ত উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment