/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/cats-233.jpg)
তাওয়াংয়ে ভারত ও চিন সাম্প্রতিক সংঘর্ষের পর চিনা বিদেশমন্ত্রীর একটি বড় বিবৃতি সামনে এসেছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন ভারত ও চিন কূটনৈতিক ও সামরিক মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। উভয় দেশ সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ওয়াং ই বলেন, আমরা চিন-ভারত সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ভারতের সঙ্গে চিনের সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিনের বিদেশমন্ত্রী বলেন, ‘উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।" আমরা স্থিতিশীল এবং শক্তিশালী উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।"
চিন বলেছে, চিন-ভারত সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বিকাশের জন্য ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এদিন এক বিবৃতিতে বলেন, "আমরা চিন-ভারত সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের জন্য ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত।" তিনি আরও বলেন, উভয় দেশ কূটনৈতিক মাধ্যমে যোগাযোগ রক্ষা করেছে এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
China and India have maintained communication through diplomatic & military-to-military channels, both countries committed to upholding stability in border areas: China Foreign Minister Wang Yi
(Source: Chinese Foreign Ministry website)
(File Pic) pic.twitter.com/UwDbPTmiFk— ANI (@ANI) December 25, 2022
উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাবে – বিদেশমন্ত্রক
এক বিবৃতিতে, বিদেশ মন্ত্রক (MEA) বলেছে, "অন্তর্বর্তী সময়ে, উভয় পক্ষই পশ্চিম সেক্টরে স্থলভাগে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে।" MEA তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখবে এবং সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলাপ-আলোচনা বজায় রাখবে। বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানে কাজ করতেও সম্মত হয়েছে দু’দেশই।
৯ ডিসেম্বর ভোর ৩টে নাগাদ চিনা সেনারা ভারত সীমান্তে প্রবেশের চেষ্টা করলেও ভারতীয় সেনাবাহিনী তাদের ধাওয়া করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন যে চিন একতরফাভাবে সীমান্তে সংঘাতের আবহ তৈরির চেষ্টা করছে। কিন্তু ভারতীয় সেনারা দৃঢ় ভাবে তাদের সেই প্রচেষ্টাকে বাঞ্চাল করে।