Advertisment

মিসাইল ছুঁড়ে ‘স্পাই বেলুন’ নামাতেই চড়ল উত্তেজনার পারদ, আমেরিকাকে চরম হুঁশিয়ারি চিনের

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ওই বেলুনের মাধ্যমে চিন আমেরিকার ওপর নজরদারি চালাচ্ছিল চিন।

author-image
IE Bangla Web Desk
New Update
China spy balloon,Chinese balloon,chinese balloon in us airspace

‘গুপ্তচর বেলুন’কে গুলি করে নামাল আমেরিকা, কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা শনিবার বলেন, ‘গত কয়েকদিন ধরে উত্তর আমেরিকার আকাশে উড়ে আসা একটি ‘গুপ্তচর বেলুন’কে F-22 যুদ্ধবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে সেটিকে ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি বেলুনের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে একটি দল পাঠানো হয়েছে ওই অঞ্চলে। এখন এই ঘটনায় চিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আমেরিকার এই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছে চিনের বিদেশ মন্ত্রক।

Advertisment

চিন কড়া প্রতিক্রিয়ার জানিয়েছে, "আমরা এই ঘটনার বিষয়ে আমাদের অসন্তোষ প্রকাশ করছি”। গুপ্তচর বেলুন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে চিন।বেলুন নিয়ে আমেরিকার দাবির ব্যাখ্যা দিয়েছে চিন। শি জিনপিংয়ের সরকার বলেছিল যে এটি একটি সিভিল বেলুন এবং এটি আবহাওয়া সম্পর্কিত গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে।

চিনের তরফে বলা হয়েছে “আমরা কখনই কোন সার্বভৌম দেশের ভূখণ্ড বা আকাশসীমা লঙ্ঘন করিনি। আমেরিকা চিনকে ‘বদনাম’করার জন্য বিষয়টিকে অতিরঞ্জিত করেছে, যার আমরা তীব্রে বিরোধিতা করছি”।  বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে “মানববিহীন এয়ারশিপের উপরে শক্তি ব্যবহার করে আমেরিকা যে হামলা চালিয়েছে, চিন তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে আমেরিকা। একইসঙ্গে তারা গুরুতর আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে।

চিনা 'গুপ্তচর বেলুনকে' গুলি করে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, আমেরিকা নিশ্চিত করেছে যে চিনা বেলুনটি গুলি করে নামানো হয়েছে। মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান এই গুপ্তচর বেলুনকে গুলি করে নামিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিবের একটি বিবৃতি অনুসারে, যুদ্ধবিমানটি দক্ষিণ ক্যারোলিনার উপকূলের কাছে চিনা বেলুনকে গুলি করে। ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বলেন, ‘সন্দেহভাজন চিনে বেলুনের ওপর নজর রাখবে তার প্রশাসন’। অন্যদিকে, একজন আমেরিকান কর্মকর্তা শুক্রবার বলেছেন তাহলে কীভাবে এবং কেন ৬হাজার কিলোমিটার দূরে চিনা বেলুন মন্টানায় পৌঁছল? চীনের উচিত আমাদের এর জবাব দেওয়া। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দাবি করেছে যে চিন একটি গুপ্তচর বেলুন পাঠিয়েছে, যা আমেরিকান বিমান ঘাঁটিতে নজরদারির জন্য পাঠানো হয়েছে।

ঘটনার পর, আমেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। মার্কিন বিদেশমন্ত্রী তার প্রস্তাবিত চিন সফর স্থগিত করেছেন। সেই সঙ্গে সারা বিশ্বে শুরু হয়েছে আলোচনা। আমেরিকার ‘মন্টানা’ শহরে চিনের এই সন্দেহজনক বেলুন দেখা গেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ওই বেলুনের মাধ্যমে চিন আমেরিকার ওপর নজরদারি চালাচ্ছে। আসলে, ইউএস এয়ার ফোর্সের মন্টানায় একটি বিশেষ ঘাঁটি রয়েছে, গোটা আমেরিকায় এ ধরনের বিমানঘাঁটি রয়েছে মাত্র ৩টি। সেই বিমানঘাঁটির ওপর নজরদারি চালানোর জন্যই ‘গুপ্তচর’ বেলুন ব্যবহার করেছে চিন, দাবি আমেরিকার।

china USA
Advertisment