ভারতীয় কিশোরকে অপহরণ করেছে চিনা ফৌজ, দাবি অরুণাচলের সাংসদের

কেন্দ্রের কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সাংসদ।

কেন্দ্রের কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিনা ফৌজ। ফাইল ছবি

অরুণাচল প্রদেশের এক ১৭ বছরের কিশোরকে অপহরণ করেছে চিনা লালফৌজ। গুরুতর অভিযোগ করে টুইট করলেন অরুণাচলের সাংসদ তাপির গাও।

Advertisment

গাওয়ের মতে, শি মিরাম তারোন নামে ওই কিশোর আপার সিয়াং জেলার জিদো গ্রামের বাসিন্দা। তাকে গতকাল লুংগটা জোর এলাকা থেকে অপহরণ করা হয়েছে বলে সাংসদের দাবি।

ওই এলাকায় ২০১৮ সালে চিন ৩-৪ কিমি রাস্তা করেছিল। সাংসদ জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ঘটনার কথা জানিয়েছেন। আর সরকারের কাছে আবেদন করেছেন, যেন দ্রুত কিশোরের মুক্তির ব্য়বস্থা করা হয়।

Advertisment

আরও পড়ুন অস্ত্র মজুতের তথ্য পেয়ে তল্লাশি, পুলিশের নামেই লুঠপাটের অভিযোগ

গাওয়ের মতে, ওই কিশোরের বন্ধু চিনা সেনার হাত থেকে পালিয়ে এসে অপহরণের বিষয়টি জানায়।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চিন অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে ১৫টি অঞ্চলের নামকরণ করে চিনা ভাষায়। চিনের দাবি, অরুণাচলের ৯০ হাজার বর্গকিমি এলাকা তাদের। সেটার নাম ঝ্যাঙ্গান।

PLA Arunachal Pradesh china