অরুণাচলের নিখোঁজ কিশোরকে ভারতে ফেরাল চিনা সেনা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

গত ১৮ জানুয়ারি ভারত-চিন সীমান্তের লুংটা জর এলাকায় বন্ধুর সঙ্গে শিকারে গিয়েছিল ১৭ বছরের মিরম তারন।

গত ১৮ জানুয়ারি ভারত-চিন সীমান্তের লুংটা জর এলাকায় বন্ধুর সঙ্গে শিকারে গিয়েছিল ১৭ বছরের মিরম তারন।

author-image
IE Bangla Web Desk
New Update
Chinese army returned missing Arunachal youth Miram Taron Kiren Rijiju

নিখোঁজ অরুণাচলের কিশোর মিরম তারন।

প্রতীক্ষার অবসান। অরুণাচলের নিখোঁজ কিশোরকে ভারতে ফেরাল চিনা সেনা। টুইটে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

Advertisment

বৃহস্পতিবার টুইটে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু লিখেছেন, 'চিনা সেনা অরুণাচলপ্রদেশের কিশোর মিরম তারনকে ভারতীয় সেনার হাতে তুলে দিয়েছে। কিশোরের মেডিক্যাল পরীক্ষা সহ বাদবাকি নিয়মঅনুসরণ করা হচ্ছে।'

একগিন আগে প্রজাতন্ত্রদিবসের দিন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন যে, মিরম তোরনকে ভারতের হাতে ফেরাতে রাজি চিনা সেনা। তবে কবে কোথায় ওই কিশোরকে হস্তান্তর করা হবে তা লাল-ফৌজ পরে জানাবে। সেই অনুযায়ী ভারতীয় সেনা সব আয়োজন করবে।

Advertisment

গত ১৮ জানুয়ারি ভারত-চিন সীমান্তের লুংটা জর এলাকায় বন্ধুর সঙ্গে শিকারে গিয়েছিল ১৭ বছরের মিরম তারন। এরপর সে আর ফেরেনি। মিরমের বন্ধু জনির দাবি ছিল, সে নিজে কোনও মতে রক্ষা পেলেও চিনা সেনা মিরমকে অপহরণ করেছে। এরপরই স্থানীয় বিজেপি সাংসদ কেন্দ্র ও ভারতীয় সেনার হস্তক্ষেপের দাবি করেন। চিনা সেনা ওই কিশোরকে অপহরণ করেছে বলেও দাবি করেন তিনি।

সেই মতো সক্রিয় হয় সেনা ও দিল্লি। যোগাযোগ করা হয় চিনা সেনার সঙ্গে। পরে, ২০ জানুয়ারি লাল-ফৌজ ভারতীয় সেনাকে জানায়, এক নিখোঁজ যুবকের খোঁজ মিলেছে। মিরম তারনের ছবি সহ অন্যান্য পরিচয়, নথি খতিয়ে দেখা হচ্ছে। যা জানাজানি হয় ২৩ জানুয়ারি। পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে বলে সেই সময় জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের সূত্র।

কিন্তু ধৈর্যের বাধ ভাঙছিল। চিনে উদ্ধার হওয়া ওই কিশোর ভারতের মিরম তারন কিনা তা নিয়ে কৌতুহল তুঙ্গে ওঠে। এর মধ্যেই ২৩ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু টুইটে লেখেন, ‘চি সেনা আশ্বস্ত করেছিল যে, তারা নিখোঁজ কিশোরের সন্ধান করবে এবং প্রতিষ্ঠিত প্রটোকল অনুসারে তাঁকে ফিরিয়ে দেবে।’

শেষ পর্যন্ত উৎকণ্ঠার অবসান। দেশে ফিরল অনুণাচলের নিখোঁজ কিশোর। স্বস্তি প্রশাসন, সেনা ও তারনের পরিবারের।

Read in English

Indian army china Arunachal Pradesh Kiren Rijiju PLA