গালওয়ান সংঘর্ষের দায় চিনের নয়, হামলা করেছিল ভারত, বিস্ফোরক চিনা রাষ্ট্রদূত

"চিনের সীমান্ত বাহিনীর উপর হামলা করা হয়। ভারতের সেনাবাহিনী দু দেশের মধ্যে যে আন্তর্জাতিক নিয়ম মেনে সীমান্ত চুক্তি হয়েছিল সেই নিয়ম লঙ্ঘন করেছিল।"

"চিনের সীমান্ত বাহিনীর উপর হামলা করা হয়। ভারতের সেনাবাহিনী দু দেশের মধ্যে যে আন্তর্জাতিক নিয়ম মেনে সীমান্ত চুক্তি হয়েছিল সেই নিয়ম লঙ্ঘন করেছিল।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডং (ফাইল চিত্র)

ভারত-চিন গালওয়ান সীমান্তে সমস্যার একশ দিন পূরণ হয়েছে। কিন্তু বিরোধ এখনও মেটেনি। ভারতে অবস্থিত চিনা রাষ্ট্রদূত সান ওয়েডং সাফ জানিয়েছেন, ১৫ জুন গালওয়ান সীমান্তে যে সংঘর্ষ হয়েছে তার "দায় চিনের নয়"। প্রসঙ্গত, সেই সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান ।

Advertisment

চিনের দূতাবাস থেকে প্রকাশিত ম্যাগাজিনে চিন এবং ভারতের যে বিষয়গুলি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে, "যদি কেউ বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এটা বুঝতে পারবেন যে এই দায়ভার চিনের নয়। ভারতের পক্ষ থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করা হয়েছিল এবং উস্কে দেওয়া হয়। চিনের সীমান্ত বাহিনীর উপর হামলা করা হয়। ভারতের সেনাবাহিনী দু দেশের মধ্যে যে আন্তর্জাতিক নিয়ম মেনে সীমান্ত চুক্তি হয়েছিল সেই নিয়ম লঙ্ঘন করেছিল।"

সান ওয়েডং এও বলেন, "আমরা ভারতের কাছে আর্জি জানিয়েছিলাম পুঙ্খানুপুঙ্খভাবে এর তদন্ত করতে। এছাড়াও লঙ্ঘনকারীদের জবাবদিহি করতে, বাহিনীকে কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ করতে এবং এ জাতীয় ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার কথা বলেছিলাম।" যদিও চিনা রাষ্ট্রদূতের এ বক্তব্য নতুন কিছু নয়। আগের অবস্থানেরই পুনরাবৃত্তি। তবে ১০০ দিন পর ফের এই উক্তি প্রকাশ্য আনার পিছনে সীমান্ত সমস্যা নিয়ে যে বরফ গলেনি বেজিংয়ের এটা স্পষ্ট।

ম্যাগাজিনে প্রকাশিত লেখায় সান ওয়েডং এর সই করা লেখায় বলা হয়েছে, “যে কোনও সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন থাকে। চিন এবং ভারতের মধ্যে সাম্প্রতিক যে সীমান্ত ইস্যু তৈরি হয়েছে তা দুর্ভাগ্যজনক। রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয়েছিল তা থেকে বিরত থাকা উচিত নয়।"

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

india china standoff