মার্কিন আকাশে চিনের ‘গুপ্তচর বেলুন’ নিয়ে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে আমেরিকা। F-22 ফাইটার জেট যুদ্ধ বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেলুনটি ক্ষতবিক্ষত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিনা বেলুনকে গুলি করে নামানোয় পেন্টাগনকে অভিনন্দন জানিয়েছেন। এর মাঝেই সামনে এল বড় তথ্য, শুধু আমেরিকা নয়, ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে নজরদারি চালানোর জন্য ‘স্পাই বেলুনের’ ব্যবহার করে চিন।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট দাবি করেছে জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান এবং ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশের ওপর চিন নজরদারি চালাতে এই স্পাই বেলুনের ব্যবহার করেছে। ওয়াশিংটন পোস্ট আরও দাবি করেছে চিনের সঙ্গে যে সকল দেশের সংঘাত রয়েছে সেই সকল দেশের সামরিক ও প্রযুক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং তার ওপর ক্রমাগত মনিটরিং করতে এই স্পাই বেলুনের ব্যবহার করেছে চিন।
মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে ভারতের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা হয়। এই সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ারের উপর দিয়ে উড়ে যায় এই স্পাই বেলুন।উদ্বেগের বিষয় এই যে ২০২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে, ভারতীয় সেনাবাহিনীর তিনটি শাখার সৈন্যরা আন্দামান ও নিকোবরে যৌথভাবে সামরিক মহড়া করে।
আরও পড়ুন: < বারে ‘সুন্দরী’র নাচ দেখে ‘পাগল’ তৃণমূল নেতা, ওড়ালেন গোছা-গোছা টাকা >
গুপ্তচর বেলুন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে চিন
বেলুন নিয়ে আমেরিকার দাবির ব্যাখ্যা দিয়েছে চিন। শি জিনপিংয়ের সরকার বলেছে যে এটি একটি সিভিল বেলুন এবং এটি আবহাওয়া সম্পর্কিত গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। চিনের তরফে বলা হয়েছে “আমরা কখনই কোন সার্বভৌম দেশের ভূখণ্ড বা আকাশসীমা লঙ্ঘন করিনি। আমেরিকা চিনকে ‘বদনাম’ করার জন্য বিষয়টিকে অতিরঞ্জিত করেছে, যার আমরা তীব্রে বিরোধিতা করছি”।