Advertisment

Chinese surveillance vessels: ভারত মহাসাগরে উপস্থিতি বাড়াতে মরিয়া চিন, মোতায়েন একাধিক গুপ্তচর জাহাজ

ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে মরিয়া চিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Uptick in Chinese vessels’ presence in IOR: Officials

আধিকারিকদের মতে, হাইড্রোগ্রাফিক্যাল রিসার্চ জাহাজগুলি এই জাহাজগুলিতে থাকা সেন্সর স্যুটের উপর নির্ভর করে বহুমুখী কার্যক্রম পরিচালনা করার জন্য সুসজ্জিত। (প্রতিনিধিত্বমূলক ছবি)

ভারত মহাসাগরে গত এক বছরে তৎপরতা বাড়িয়েছে চিন। তাতেই অশনিসংকেত দেখছে ভারত। মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর 'ভারতবিরোধী' তৎপরতা অব্যাহত রয়েছে। এর মাঝেই ভারত মহাসাগরে 'স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা' অনুসারে দুটি চিনা গুপ্তচর জাহাজ মালদ্বীপের উপকূলে ভারত মহাসাগরে অবস্থান করছে।

Advertisment

ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে মরিয়া চিন। চিনের গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরের প্রতিটি কোণে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। সম্প্রতি জানা গিয়েছে বর্তমানে ভারত মহাসাগরে চারটি চিনা গুপ্তচর জাহাজ মোতায়েন করেছে ড্রাগনের দেশ। গুপ্তচর জাহাজের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে চিনা নৌবাহিনী।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স এই মানচিত্রে দেখানো হয়েছে যে বর্তমানে ভারত মহাসাগরে চারটি চিনা গুপ্তচর জাহাজ রয়েছে। এর মধ্যে একটি হল চিনের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর জাহাজ ইউয়ান ওয়াং ০৩। ইউয়ান ওয়াং ০৩ চিনের স্যাটেলাইট এবং মিসাইল ট্র্যাকিং জাহাজ। সহজেই শত্রুর ক্ষেপণাস্ত্র সম্পর্কিত তথ্য জানতে পারে এই গুপ্তচর জাহাজ । এছাড়া টহলরত তিনটি গুপ্তচর জাহাজের নাম হল জিয়াং ইয়াং হং ০১, জিয়াং ইয়াং হং ০৩ এবং দা ইয়াং হাও।

সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, জাহাজগুলো শত্রুর আকাশসীমার অভ্যন্তরীন তৎপরতার ওপর নজর রাখছে। এ ছাড়া শত্রুর গুপ্তচর উপগ্রহের উপস্থিতি সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে এই জাহাজগুলি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে ভারত মহাসাগর অঞ্চলে বিগত এক বছরে ১২-১৫ চিনা জাহাজ মোতায়েন করা হয়েছে। শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সবকটি চিনা জাহাজের উপর নিবিড় নজরদারি রাখছে ভারতীয় নৌসেনা,”।

china
Advertisment