Advertisment

মরফিন ভাইরাসের মতো যেকোনও ভুয়ো মেসেজ পেলেই জানান সিআইডি কে

সম্প্রতি হোয়াটস্যাপে ছড়িয়ে পড়ে একটি মেসেজ, তাতে বলা হয়, এক কেজি ওজনের মাছ থেকেই ক্রমশ ছড়িয়ে পড়ছে মরফিন ভাইরাস। তথ্যটি সম্পূর্ণ ভুল, বলাই বাহুল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মরফিন ভাইরাস নিয়ে ছড়িয়ে পড়া খবর গুজব মাত্র। একথা জানালো রাজ্য সিআইডি। সিআইডি সূত্রে খবর, বনগাঁ লোকাল নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই প্রথম এই মেসেজ করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই গ্রুপের অ্যাডমিন অমিত দত্ত, অভিজিৎ কুন্ডু এবং সঞ্জীব বিশ্বাস নামে তিন ব্যক্তিকে। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই বনগাঁ এলাকার বাসিন্দা। সিআইডি এবং উত্তর ২৪ পরগনার পুলিশের যৌথ তদন্তে উদঘাটিত হয় এই সত্য।

Advertisment

আরও পড়ুন:  প্রশাসনিক হস্তক্ষেপেও অচলাবস্থা কাটল না গনি খান চৌধুরি ইঞ্জিনিয়ারিং কলেজে

সম্প্রতি হোয়াটস্যাপে ছড়িয়ে পড়ে একটি মেসেজ, তাতে বলা হয়, এক কেজি ওজনের মাছ থেকেই ক্রমশ ছড়িয়ে পড়ছে মরফিন ভাইরাস।

তথ্যের সত্যতা প্রমাণ করতে অভিযুক্তরা এক তথাকথিত ডাক্তারেরর মন্তব্যও যোগ করে ওই মেসেজে, পাশাপাশি এও উল্লেখ করা হয় যে এই ভাইরাসে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। শুধু তাই নয়, ভুয়ো সেই মেসেজের নিচে লেখা রয়েছে, "পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত"।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ২০০-রও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে পৌঁছে গিয়েছে এই মেসেজ, যার জেরেই কার্যত তৈরি হয়েছে আতঙ্ক। যদিও কিছুদিন আগেই কয়েকজন চিকিৎসক জানিয়েছিলেন এটি একেবারেই ভুয়ো খবর, এর কোনও সত্যতা নেই।

বর্তমানে এই প্রসঙ্গে সিআইডির তরফ থেকে সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে যে, এই ধরনের খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করাই উদ্দেশ্য, কাজেই এমন বিভ্রান্তিকর যেকোনও তথ্য পেলে সিআইডি কে অবশ্যই জানান জনসাধারণ। সিআইডিকে জানানোর জন্য ওসি সাইবার পেট্রোল সেলের 8697985495 নম্বরটিতে য়োগাযোগ করার কথা জানিয়েছেন সিআইডি কর্তারা।

CID
Advertisment