Advertisment

'রাজ্যের সঙ্গে সহমত না হলেই জেলে পাঠানো যাবে না', বড় নির্দেশ আদালতের

এদিন আদালতের তরফে সাফ জানান হয়, 'রাজ্যের সঙ্গে সহমত না হলেই জেলে পাঠানো যাবে না'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরিবেশকর্মী দিশা রবি

টুলকিট মামলায় অবশেষে মঙ্গলবার জামিন পেলেন পরিবেশকর্মী দিশা রবি। দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে টুইট করেছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটার শেয়ার করা টুলকিট (Toolkit) পোস্ট করেছিলেন দিশা। সেই মামলায় দিশাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তবে দিল্লির দায়রা আদালত দিশাকে জামিন দিয়েছে। এদিন আদালতের তরফে সাফ জানান হয়, 'রাজ্যের সঙ্গে সহমত না হলেই জেলে পাঠানো যাবে না'।

Advertisment

জামিনের নির্দেশে আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা উল্লেখ করেন যে দিশা রবির "কোনও অপরাধমূলক পূর্বসূরি ছিল না"। দিশা রবিকে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এবং দুটি জামিনে মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার দিশাকে তিন দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে, পাঁচ দিনের পুলিশ হেফাজতে ছিলেন দিশা।

এদিন ঠিক কী কী নির্দেশ দিয়েছে আদালত-

  • নাগরিকরা যে কোনও গণতান্ত্রিক দেশের সরকারের বিবেকের রক্ষাকারী। তারা রাজ্যের নীতিগুলির সঙ্গে একমত না হলে তাঁদের জেলে ঢোকানো যেতে পারে না।
  • তদন্তকারী সংস্থাকে প্রত্যাশার ভিত্তিতে নাগরিকের স্বাধীনতাকে আরও সীমাবদ্ধ করার অনুমতি দেওয়া যাবে না।
  • যে মতামতই দেওয়া হোক তাঁকে গুরুত্ব দিয়ে আগে বিচার করতে হবে।
  • বাক স্বাধীনতা দেশের মৌলিক অধিকার। মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Disha Rabi
Advertisment