Advertisment

লাদাখে তুষারধ্বসে মৃত বেড়ে পাঁচ, চলছে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ

কাশ্মীর উপত্যকায় এখন 'চিল্লাই কালান' চলছে। চিল্লাই কালান হল ৪০ দিনের একটা নির্দিষ্ট সময়, যখন তুষারপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এবং তাপমাত্রা ক্রমশ নীচে নামতে থাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

লাদাখের খারদুং লায় ভয়াবহ তুষারধ্বসের কবলে পড়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।  সরকারি সূত্রে খবর, কমপক্ষে সাতজনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সেনা, স্থানীয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর মিলিত ভাবে উদ্ধারকাজ শুরু করেছে।

Advertisment

প্রসঙ্গত, খারদুং লা ভারতের যান চলাচল যোগ্য সর্বোচ্চ রাস্তা।

লেহ লাভাসার ডেপুটি কমিশনার জানিয়েছেন, "তুষারধ্বসে কয়েকজন বরফে চাপা পড়ে যাওয়ার পর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। খুব সম্ভবত বরফ খোঁড়াখুঁড়ির ফলেও তুষারের নীচে চাপা পড়ে যায় বেশ কয়েকজন। তুষারধসের মাঝে জনা সাতেক ব্যক্তির আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে"।

আরও পড়ুন, রাকেশ আস্থানাকেও সিবিআই থেকে সরানো হল

publive-image

এমনিতেই কাশ্মীর উপত্যকায় এখন 'চিল্লাই কালান' চলছে। চিল্লাই কালান হল ৪০ দিনের একটা নির্দিষ্ট সময়, যখন তুষারপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এবং তাপমাত্রা ক্রমশ নীচে নামতে থাকে। ৩১ জানুয়ারি চিল্লাই কালান শেষ হচ্ছে। কিন্তু তার পরেও শৈত্য প্রবাহ জারি থাকবে।

Read the full story in English

Advertisment