scorecardresearch

গণতন্ত্রের স্বার্থেই মুক্ত সংবাদমাধ্যম জরুরি, সুর চড়ালেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

CJI DY Chandrachud
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

‘কার্যকরী এবং সুস্থ গণতন্ত্রের জন্য সাংবাদিকতার বিকাশকে উৎসাহিত করতে হবে।’- সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে ২০১৯ এবং ২০২০ সালের বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হল। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সামাজিক সংহতি এবং রাজনৈতিক সক্রিয়তা ইস্যুতে স্থানীয় এবং সম্প্রদায়-ভিত্তিক সাংবাদিকতার ভূমিকার ওপর জোর দেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের দেশের সাংবাদিকরা যে প্রতিবেদনে নিযুক্ত হন তার গভীরতা এবং প্রশস্ততায় আমি অত্যন্ত মুগ্ধ। সাংবাদিকরা, যাঁরা আজ জিততে পারেননি- জীবনের খেলায় আপনিও কম বিজয়ী নন। আপনার জন্য রয়েছে একটি মহৎ পেশা। এটি বেছে নেওয়া (বিশেষত যখন আরও লাভজনক বিকল্প পাওয়া যায়) ও অনেক অসুবিধা থাকা সত্ত্বেও তা চালিয়ে যাওয়া, সত্যিই প্রশংসনীয়।’

বিচারপতি চন্দ্রচূড়া বলেন, ‘আমি যখন আইন পেশা এবং সাংবাদিকতার বিষয়ে চিন্তা করি, তখন আমার মনে হয় যে সাংবাদিক এবং আইনজীবীদের (বা আমার ক্ষেত্রে যেমন বিচারক), কিছু জিনিসের মিল আছে। অবশ্যই, উভয় পেশার ব্যক্তিরা তরবারির চেয়ে কলম শক্তিশালী এই কথার সম্পূর্ণ বিশ্বাসী। কিন্তু, তাঁরা তাঁদের পেশার কারণে অপছন্দের পেশাগত বিপদও সহ্য করে নেন। যা সহ্য করা মোটেও সহজ নয়। তবে, উভয় পেশার সদস্যরা তাঁদের দৈনন্দিন কাজগুলো চালিয়ে যান এবং আশা করেন যে একদিন তাঁরা পেশাগত ক্ষেত্রে খ্যাতি পাবেন।’

আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে করোনা, বৈঠকে প্রধানমন্ত্রী, জিনোম সিকোয়েন্সিংয়ের পাশাপাশি কড়া নজরদারির নির্দেশ

গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘সংবাদমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর, এইভাবে গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য উপাদান। একটি কার্যকরী এবং সুস্থ গণতন্ত্রকে অবশ্যই সাংবাদিকতার বিকাশকে উত্সাহিত করতে হবে। এমন একটি প্রতিষ্ঠান হিসেবে উৎসাহিত করতে হবে, যা প্রতিষ্ঠানকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। অথবা এটি সাধারণভাবে পরিচিত কিংবা ক্ষমতার কাছে সত্যি কথা বলবে। যখন সংবাদমাধ্যমকে বাধা দেওয়া হয়, তখন যে কোনও গণতন্ত্রের প্রাণবন্ততা আপস করে। তাই, কোনও দেশে গণতন্ত্র বজায় রাখতে সংবাদমাধ্যমকে স্বাধীন থাকতে হবে।’

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Cji chandrachud says that press must remain free if a country is to remain a democracy