Advertisment

পুঞ্চে জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা CJI চদ্রচূড়ের, দেখুন ভিডিও

পুঞ্চ হামলার শহীদদের স্মরণ করলেন সিজেআই।

author-image
IE Bangla Web Desk
New Update
dy chandrachud armed forces

সুপ্রিম কোর্টে ক্রিসমাস অনুষ্ঠানে বক্তৃতা করছেন সিজেআই চন্দ্রচূড়। (ভিডিও স্ক্রিনগ্রাব/এএনআই/এক্স)

ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলায় নিহত চার সেনা জওয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন।

Advertisment

CJI বলেছেন, 'আমরা যখন ক্রিসমাস উদযাপন করছি, আমরা যেন তাদের ভুলে না যাই যারা সীমান্তে মোতায়েন থেকে সর্বদা আমাদের দেশকে রক্ষা করতে তাদের জীবন উৎসর্গ করে চলেছেন'।

CJI চন্দ্রচূড়ের বিবৃতি এমন সময়ে এসেছে যখন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে চার সেনা নিহত হওয়ার কয়েকদিন পর সোমবার রাজৌরি সেক্টরে যাচ্ছেন।

ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূদ সোমবার সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন এবং গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় শহীদ হওয়া চার ভারতীয় সেনা সৈন্যকে শ্রদ্ধা জানিয়েছেন।

সুপ্রিম কোর্টে ক্রিসমাস উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে CJI বলেছেন, 'আমরা যখন বড়দিন উদযাপন করি, আমরা যেন তাদের ভুলে না যাই যারা সীমান্তে আছে এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য তাদের জীবন দিচ্ছে।' গত সপ্তাহে বৃহস্পতিবার, পুঞ্চে ভয়াবহ জঙ্গি হামলায় চার সেনার মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

পুঞ্চ হামলার শহীদদের স্মরণ করলেন সিজেআই



সুপ্রিম কোর্ট কমপ্লেক্সে আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে প্রধান বিচারপতি চন্দ্রচূড় পুঞ্চ এনকাউন্টারে শহীদ সেনাদের স্মরণ করে বলেন, 'আমরা আমাদের সেনাবাহিনীর চারজন সদস্যকে হারিয়েছি। আজ, যখন আমরা বড়দিন উদযাপন করছি, আমাদের সীমান্তে উপস্থিত সেনা যারা দেশকে রক্ষা করে চলেছেন তাঁদের কখনই ভুলে যাওয়া উচিত নয়। এই যুবকরাই দেশের জন্য জীবন উৎসর্গ করে। তিনি আরও বলেন, মুম্বইয়ে আমার স্কুল জীবনে আমি যে জিনিসটি শিখেছি তা হল দেশপ্রেমের অনুভূতি। দেশ সব কিছুর উপরে। দেশের জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি। প্রয়োজনে আমরাও আমাদের সশস্ত্র বাহিনীর সৈনিকদের মতো জীবন উৎসর্গ করতে পারি। এই কর্মসূচিতে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন।

আইনজীবীদের কাছেও এ অনুরোধ জানানো হয়



বিশেষ প্রয়োজন ছাড়া শুনানি স্থগিত না করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, 'আমি কৃতজ্ঞ যে এ বছর সুপ্রিম কোর্ট বারের সহায়তায় ৫২ হাজার মামলা নিষ্পত্তি করতে সফল হয়েছে। আমাদের লক্ষ্য থাকা উচিত আগামী বছর আরও বেশি মামলা নিষ্পত্তি করা'।

CJI
Advertisment