দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন এক কর্মী। ওই মহিলা কর্মীর বিরুদ্ধেই চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করেছিলেন হরিয়ানার এক বাসিন্দা। শেষ পর্যন্ত সেই প্রতারণার মামলা ‘ক্লোজ’ করল দিল্লি আদালত। এর আগে প্রতারণার মামলায় ক্লোজার রিপোর্ট জমা দেয় দিল্লি পুলিশ। এরপরই আদালত এই মামলা ক্লোজ করার সিদ্ধান্ত নিল। উল্লেখ্য, এ মামলায় অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে তিনি আর কোনও আইনি পদক্ষেপের বিষয়ে এগোতে চান না।
গত সপ্তাহেই এ মামলায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ক্লোজার রিপোর্ট গ্রহণ করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মণীশ খুরানা। একইসঙ্গে প্রতারণার মামলায় অভিযোগকারী হরিয়ানার বাসিন্দা নবীন কুমারকে তলব করে আদালত। সেই মতো গত ১৬ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেন নবীন কুমার। আদালতে অভিযোগকারী জানান যে, তিনি এ মামলায় পুলিশি তদন্তে সন্তুষ্ট। একইসঙ্গে তিনি জানান, এই মামলাটি চালাতে চান না তিনি।
আরও পড়ুন: মোদীর পর মমতাকে সময় দিলেন শাহও, বৈঠক আজ দুপুর দেড়টায়
ঠিক কী অভিযোগ করেছিলেন নবীন কুমার?
সুপ্রিম কোর্টে চাকরি দেওয়ার নামে তাঁর থেকে ওই মহিলা ৫০ হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন নবীন। মামলা ক্লোজ করার বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, ‘‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার উপর কোনও চাপ নেই। আমি আর এ মামলায় কোনও পদক্ষেপ চাই না’’। মামলা ক্লোজ করার বিষয়ে অভিযুক্ত মহিলার স্বামী বলেন, ‘‘ক্লোজার রিপোর্টের ব্যাপারে জানি না। শেষ জেনেছিলাম যে, আমার স্ত্রীর জামিন বাতিলের জন্য ওদের আবেদন খারিজ করেছে আদালত’’।
উল্লেখ্য, এ মামলায় গত ৩ মার্চ সেন্ট্রাল দিল্লির তিলক মার্গ থানায় নবীনের অভিযোগের প্রেক্ষিতে ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর গত ১০ মার্চ ওই মহিবাকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রসঙ্গত, গত এপ্রিলে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন ওই মহিলা কর্মী। পরবর্তীকালে এই অভিযোগে প্রধান বিচারপতিকে ক্লিনচিট দেওয়া হয়।
Read the full story in English