বিচারপতি বোবডের নেতৃত্বে গোপন বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকার করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা সুপ্রিম কোর্টের প্রাক্তন কর্মী।
লাইভ ল-য়ের রিপোর্ট অনুযায়ী, গোপন বিচারপ্রক্রিয়ায় তাঁর আইনজীবীর উপস্থিতি অনুমোদন না করায় তিনি তিনজন সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে যেতে ভীত সন্ত্রস্ত বোধ করছেন।
গোটা প্রক্রিয়ার কোনও অডিও বা ভিডিও রেকর্ডিং না হওয়ার যে সিদ্ধান্ত, তা নিয়ে আপত্তি তুলেছেন অভিযোগকারিণী। তিনি বলেছেন, বিষয়টির তদন্ত হওয়া উচিত যথাযথভাবে এবং কর্মক্ষেত্রে মহিলাদের যৌন নিগ্রহ প্রতিরোধ আইন মোতাবেক।
এই তদন্ত শুরু হয়েছে গত শুক্রবার। এটি বিচারবিভাগীয় তদন্ত নয়, প্রশাসনিক দিক থেকে বিভাগীয় তদন্ত। শুক্রবার সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে সমস্ত নথিপত্র সমেত কমিটির সামনে হাজির হতে বলা হয়। তিনি সেই মতো উপস্থিত হয়েওছিলেন।
দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে ২৮ পাতার অভিযোগপত্র জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন কর্মী। তার মধ্যে রয়েছে হলফনামাও।
গত সপ্তাহে বিচারপতি এনভি রমণ তদন্ত কমিটি থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ঘনিষ্ঠ বন্ধু বলে তাঁর নামে আপত্তি করেছিলেন অভিযোগকারিণী। গগৈয়ের বাড়িতে রমণের যাতায়াত আছে বলেও জানিয়েছিলেন তিনি।
Read the Full Story in English