রাজধানীতে বেআইনি জবরদখলকারীদের সরাতে দক্ষিণ দিল্লি পুরনিগমের অভিযান জারি। বৃহস্পতিবার দখলদার উচ্ছেদ অভিযান ঘিরে তুমুল অশান্তি ছড়ায় দিল্লিতে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় স্থানীয়দের। বেছে-বেছে সংখ্যালঘুদের সম্পত্তিকেই নিশানা করা হচ্ছে বলে আবারও অভিযোগ ওঠে। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানকে পুলিশ আটক করেছে।
গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও অবৈধ নির্মাণ ভাঙতে দক্ষিণ দিল্লি পুরনিগমের অভিযান জারি। এদিন দিল্লির অমর কলোনি, কৈলাস পূর্ব এবং সংলগ্ন এলাকায় দখলদারদের সরাতে অভিযানে নামেন পুরকর্মীরা। তবে এদিন কোনও দোকান বা সম্পত্তির কোনও ক্ষতি হয়নি। দিল্লির বিভিন্ন প্রান্তে বেআইনি দখলদারদের সরাতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিল্লি পুরনিগম। দিল্লি পুলিশকে সঙ্গে নিয়েই গত কয়েকদিন ধরে চলছে এই অভিযান।
আরও পড়ুন- ‘প্রহসনে পরিণত করবেন না’, তাজমহল নিয়ে জনস্বার্থ মামলায় তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
যদিও বিজেপি নেতৃত্বাধীন দক্ষিণ দিল্লি পুরনিগমের বিরুদ্ধে বেছে বেছে সংখ্যালঘুদের সম্পত্তিকে নিশানা করার অভিযোগ তুলেছে বিরোধীরা। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। ইতিমধ্যেই শাহিনবাগ এলাকায় পৌঁছে গিয়েছে বুলডোজার।
বৃহস্পতিবার মদনপুর খদ্দরে দক্ষিণ দিল্লি পুরনিগমের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করেন আপ বিধায়ক আমানতুল্লাহ খান। তারই জেরে পুলিশ তাঁকে আটক করেছে। উল্লেখ্য, বুধবারও দিল্লিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ দিল্লি পুরনিগম। গতকাল লোধি কলোনিতেও চলে অভিযান। একই অভিযান চলে দ্বারকা সেক্টর-৩ এলাকাতেও।
Read story in English