চরম বর্বরতার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। মিরাটের দ্বাদশ শ্রেনীর এক ছাত্রকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ব্যপক মারধরের পর একদল যুবক ওই ছাত্রের মুখে প্রস্রাব করে বলেই অভিযোগ। এই ঘটনার ভিডিও সামনে আসতেই লজ্জায় মাথায় হেঁট হয়ে গিয়েছে গোটা দেশের। রবিবার পুলিশ জানিয়েছে, হামলার এই ঘটনা প্রথমে ক্যামেরাবন্দী করা হয়। পরে তা অনলাইনে শেয়ার করা হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি নির্জন জায়গায় ছাত্রকে মারধর করছে, যখন দুই সহযোগী ভিডিও রেকর্ড করছে। লাঞ্ছনা বন্ধ করার অনুরোধ করায় ওই ব্যক্তিকে বারবার ছাত্রের মাথায় ও পিঠে আঘাত করতে দেখা যায়। নির্যাতিত ছাত্রের বাবা জানান, দীপাবলির পরদিন তাঁর ছেলে আত্মীয়-স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ করতে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর কয়েকজন অজ্ঞাত যুবক তাকে অপহরণ করে। তাকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাকে ব্যপক মারধর করা হয়। মারধরের সময় মদ্যপ যুবক ছেলের গায়ে-মুখে প্রস্রাবও করে'।
নির্যাতিত ছাত্রের বাবা আরও জানিয়েছেন, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অপহরণের ঘটনা মানতে চায়নি। কেবল লাঞ্ছিত করা হয়েছে ছেলেকে এই ধারায় একটি মামলা রুজু করে। অভিযুক্তরা তাদের মোবাইলে ছাত্রকে লাঞ্ছিত করার ভিডিওটি রেকর্ড করে। এই ঘটনার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকীদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।
মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
এই বিষয়ে মীরাটের এসপি সিটি পীযূষ সিং বলেন, ১৩ নভেম্বর কয়েকজন যুবক এক ছাত্রকে মারধর করে। এ ব্যাপারে নির্যাতিত ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।