Advertisment

NEET Paper Leak: কীভাবে ফাঁস প্রশ্নপত্র? কারা জড়িত? পুরো মাস্টারপ্ল্যানের রিপোর্ট কেন্দ্রের হাতে তুলে দিল তদন্তকারীরা

রিপোর্টে EOU কীভাবে NEET পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NEET-UG paper leak, NET cancelled, net ug cancel, NEET UG, UGC-NET, NEET UG 2024, NEET UG, NEET UG 2024, CSIR-UGC NET exam, National Testing Agency, neet cancel news, neet paper leak, neet sc news, neet ug news, cancel neet paper leak, neet ug paper leak 2024 news,

শনিবার গুয়াহাটিতে NEET এর প্রতিবাদ। (এএনআই)

NEET Paper Leak: বিহার EOU NEET পেপার ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। প্রতিবেদনে ৫ মে ১৩ জনকে গ্রেপ্তারসহ পেপার ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কী কী প্রমাণ পাওয়া গেছে তার বিশদ বিবরণ দেওয়া হয়েছে। মোট ৬ পাতার এই রিপোর্টে রিপোর্টে EOU কীভাবে NEET পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।

Advertisment

বিহার সরকারের অর্থনৈতিক অপরাধ ইউনিট (EOU) শনিবার NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে EOU কীভাবে NEET পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। বিহার সরকারের অর্থনৈতিক অপরাধ ইউনিট (EOU)-এর নেতৃত্বে রয়েছেন বিহার পুলিশের এডিজি এনএইচ খান।

উল্লেখ্য কেন্দ্র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিয়ে ইইউর কাছে রিপোর্ট চেয়েছিল। এই রিপোর্টে ৫ মে পরীক্ষার পর গৃহীত পদক্ষেপ থেকে গত দেড় মাসে কী ঘটেছে? সবকিছু ব্যাখ্যা করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত পরীক্ষার পরপরই চার পরীক্ষার্থীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : < Himanta Biswa Sarma: মোদীর কাছ থেকে সব সুবিধা নিয়ে কংগ্রেসকে ভোট, মুসলিম সম্প্রদায়কে নিশানা হিমন্তের >

রিপোর্টে বিহারের সল্ভার গ্যাংয়ের জড়িত থাকার সন্দেহের কথা বলা হয়েছে। এর পাশাপাশি, NEET প্রশ্নপত্র ফাঁস মামলায় এখনও পর্যন্ত যা কিছু প্রমাণ পাওয়া গেছে সেই সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এর বাইরে আন্তঃরাজ্য চক্রের জড়িত থাকার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখন এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে শিক্ষা মন্ত্রক এ বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত স্থির করতে পারে।

NTA ডিজি বদল

NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রচুর ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে সারাদেশের শিক্ষার্থীরা। এদিকে, শনিবার রাতে এনটিএর ডিজি সুবোধ কুমার সিংকে তার পদ থেকে সরিয়ে প্রদীপ সিং খারোলাকে এনটিএর ডিজি-র দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি ২৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া NEET PG পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শিক্ষা দফতরের NEET প্রশ্ন ফাঁস মামলায় এফআইআর দায়ের করার পরে, শিক্ষা মন্ত্রক NEET (UG) পরীক্ষায় অনিয়ম খুঁজে বের করার দায়িত্ব CBI-কে হস্তান্তর করেছে। উলেখ্য EOU সম্প্রতি ঝাড়খণ্ড থেকে চারজনকে আটক করেছে, এবং নালন্দার একজনকে গ্রেফতার করেছে, যে 'সল্ভার গ্যাং'-এর মূল মাথা।

NEET-UG Question Paper Leaked
Advertisment