/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_47dee0.jpg)
শ্রীনগর- লেহ হাইওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।
Jammu Kashmir Cloudburst: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে ভেসে গিয়েছে একাধিক ঘরবাড়ি। বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ হাইওয়ে।
মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে জম্মু ও কাশ্মীরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল স্রোতে একাধিক ঘরবাড়িও ভেসে গেছে বলেই জানা গিয়েছে। শ্রীনগর- লেহ হাইওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। দুর্যোগ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 'শ্রীনগর থেকে লেহগামী জাতীয় সড়ক বিপর্যস্ত। গন্দেরওয়াল জেলার কাছেরওয়ানের কাছে ধস নেমে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।'
#WATCH | Jammu & Kashmir | Cloud burst in Cherwan Kangan area of Ganderbal district caused damage to paddy fields, several vehicles got stuck in debris, and water entered into residential areas. SSG Road near Padawbal is blocked as the nearby canal overflowed letting accumulation… pic.twitter.com/EDQNlN8kyB
— ANI (@ANI) August 4, 2024
গন্দেরওয়াল এডিসি গুলজার আহমেদ বলেন, 'রবিবার রাতে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোন মৃত্যুর খবর মেলেনি। যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করাই আমাদের অগ্রাধিকার। যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। জেলা পুলিশ, প্রশাসন ও একসঙ্গে কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান।
আরও পড়ুন - < Weather Forecast: বৃষ্টির রেশ কমলেও উদ্বেগের পারদ চড়ছেই! DVC-র ছাড়া জলে প্লাবন পরিস্থিতির আশঙ্কা >
Cloudburst hits Cherwan Padabal area in Kashmir's Ganderbal district.
Several vehicles, paddy fields, houses have suffered damage. Srinagar - Leh highway is blocked due to the incident. pic.twitter.com/EonFeQEAKR— Kashmir Weather (@Kashmir_Weather) August 4, 2024
জম্মু ও কাশ্মীরের গান্দেরওয়াল জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। মেঘ ভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় বাড়িসহ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার পর লাদাখের সঙ্গে কাশ্মীর উপত্যকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বলতাল বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রাও আপাতত সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। ধ্বংসস্তূপে আটকা পড়েছে বহু যানবাহন।
#WATCH | ADC Ganderbal, Gulzar Ahmad says, "This cloudburst occurred i the intervening night of Sunday. Debris have been accumulated here, but with God's grace, no lives have been lost. Our priority is to clear the road... In those houses in which the debris has been entered, we… https://t.co/NjUPTG3zyWpic.twitter.com/2554jucu7r
— ANI (@ANI) August 4, 2024
উল্লেখ্য, গত ১ আগস্ট হিমাচল প্রদেশের অনেক জেলায় ভারী বৃষ্টির কারণে প্রচুর ক্ষয়ক্ষতির খবর মিলেছে। মান্ডি, রামপুর, কুল্লু সহ হিমাচলের অনেক এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে বহু বাড়িঘর বিধ্বস্ত হয় এবং বহু মানুষের মৃত্যু হয়েছে । এ ছাড়া উত্তরাখণ্ডে ভূমিধস ও মেঘ ফেটে যাওয়ার ঘটনায়ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।