কোভিড পরিস্থিতিতে অব্যবস্থা, বিশৃঙ্খলা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, মৃত্যুর সংখ্যা লুকানো-সহ একাধিক অভিযোগে বিদ্ধ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তাঁকেই এসবের জন্য কাঠগড়ায় তুললেন দলের বিধায়ক। বাইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের অভিযোগ, "করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ প্রশাসন। আমলাদের দায়িত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন যোগী।"
শুক্রবার সুরেন্দ্র সিংয়ের অভিযোগে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তিনি বলেছেন, "নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব দিলে সুফল মিলত। আমলাদের সিস্টেম চালানো নির্বুদ্ধিতার পরিচয়।ঠ এদিন নিজের বাড়িতেই সাংবাদিকদের এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ঠমুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রশাসন ব্যর্থ হয়েছে।"
তাঁর অভিযোগের আরও একটা বড় কারণ হল, রাজ্যে একাধিক মন্ত্রী ও বিজেপি বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। তার চেয়েও বড় কথা, অনেকেই যথাযথ চিকিৎসা পেতে হয়রান হচ্ছেন। অনেকে পাচ্ছেনই না। তাঁর মতে, "সরকারের উচিত জনপ্রতিনিধিদেরও চিকিৎসা পরিষেবা দেখা উচিত। বিনা চিকিৎসায় অনেক মন্ত্রী-বিধায়ক মারা যাচ্ছেন।"
তাই তাঁর দাবি, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আমলাদের বদলে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব দিলে সুফল মিলত। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে করোনা ঊর্ধ্বমুখী। রাজ্যে সক্রিয় করোনা রোগী ১২ লক্ষেরও বেশি। মৃত্যু ছাড়িয়েছে ১২ হাজার।