Advertisment

কেজরিওয়ালের মুখে 'রাম নাম', অযোধ্যার আদলেই দিল্লি বানাবেন মুখ্যমন্ত্রী?

কেজরিওয়াল আরও বলেন, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হলেই আপ সরকার দিল্লির প্রবীণদের সেখানে "দর্শনের জন্য" পাঠাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বুধবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির জনগণের সেবা করার জন্য তাঁর আম আদমির সরকার ‘রামরাজ্য’ ধারণার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। এমনকী সেখানকার ১০টি নীতিও অনুসরণ করছে তাঁর সরকার। কেজরিওয়াল আরও বলেন, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হলেই আপ সরকার দিল্লির প্রবীণদের সেখানে "দর্শনের জন্য" পাঠাবেন।

Advertisment

আপ-প্রধান এদিন বলেন, “আমি ভগবান রাম এবং হনুমানের ভক্ত। দিল্লির জনগণের সেবা করার জন্য আমরা ‘রামরাজ্য’ ধারণার দ্বারা অনুপ্রাণিত হয়ে দশটি নীতি অনুসরণ করেছি ”। বুধবার বাজেট অধিবেশন চলাকালীন লেফটেন্যান্ট জেনারেলের বক্তব্যর প্রেক্ষিতে মোশন অফ থ্যাঙ্কস-এর আলোচনায় অংশ নেওয়ার সময় মুখ্যমন্ত্রী কেজরি এমনটাই জানান।

তিনি বলেন, দশটি নীতিমালা খাদ্য, শিক্ষা, চিকিৎসা-সেবা, বিদ্যুৎ, জল সরবরাহ, কর্মসংস্থান, আবাসন, মহিলাদের সুরক্ষা, প্রবীণদের সম্মান প্রদান করছে। কেজরি বলেন, দিল্লিতে কেউ খালি পেটে ঘুমোয় না। আমরা সরকারী হাসপাতালের উন্নতি করেছি এবং এই দিকে কাজ করার সময় মহল্লা ক্লিনিক স্থাপন করেছি।

করোনা ভাইরাস বৃদ্ধির প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রাজধানীবাসীদের কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার জন্যও উদ্বুদ্ধ করেন। দিল্লি বিধানসভার সদস্যদেরও হাসপাতালে গিয়ে জন সাধারণের সঙ্গেই কোভিড টিকা নেওয়ার নির্দেশ দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ram Temple Arvind Kejriwal delhi Ayodhya
Advertisment