আবারও আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২ নভেম্বর শারজা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে। বইমেলায় চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর আগে মুখ্যমন্ত্রীর এখাধিক বিদেশ সফর ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। বিদেশমন্ত্রক তাঁর সফরে সবুজ সংকেত না দেওয়ায় শিকাগো, রোম সফর বাতিল করতে বাধ্য হয়েছিলন মুখ্যমন্ত্রী। তাই এবার শারজার বইমেলায় আমন্ত্রণ পেলেও সেখানে তিনি যেতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
ফের আন্তর্জাতিক অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী। সম্প্রতি রোমে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হয়। বহু আগেই মুখ্যমন্ত্রীকে রোমের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্ আন্ত্রণ জানানো হয়েছিল। গত ৬ অক্টোবর রোমে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যম্ত্রীর। তবে বিদেশ মন্ত্রক মুখ্যমন্ত্রীর সেই সফরে অনুমোদন দেয়নি। নবান্নে চিঠি পাঠিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, 'মুখ্যমন্ত্রী হিসেবে ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া ঠিক নয়'।
তাঁর রোম সফরে কেন্দ্রের বাধায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বিশ্ব শান্তি নিয়ে রোমে অনুষ্ঠান। ইতালি সরকার বিশেষ অনুমতি দিয়েছিল। সেই অনুষ্ঠানে যেতে দেওয়া হল না। আমি বিদেশ যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি না। দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলাম। আমি কোথাও যেতে চাইলেই বাধা দেয়। চিঠিতে বলেছে মুখ্যমন্ত্রীর যাওয়া ঠিক নয়। হিংসা থেকেই কেন্দ্রের এই কাজ।’
আরও পড়ুন- তুরুপের তাস বাংলাদেশের হিংসা, শান্তিপুর ধরে রাখতে মরিয়া পদ্ম বাহিনী
তারও আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফরেও বাধা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এভাবে বিদেশের একের পর এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও শুধুমাত্র মোদী সরকারের বাধায় তা রক্ষা করতে যেতে পারছেন না মুখ্যমন্ত্রী। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়েই কেন্দ্রীয় সরকার তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তোলে মুখ্যমন্ত্রী। এবার ফের একবার শারজার আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এবারের বিদে সফরেও কেন্দ্রের অনুমতি মেলে কিনা এখন সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন