Advertisment

'এই জয় আপনাদের', কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আজ গুরু নানকের জন্মদিনে বিতর্কিত তিনটি কষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Cm Mamata Banerjee congratulates farmers because of withdrawal controversial new three farm bill

কৃষকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর।

গুরু নানকের জন্মদিনে আজ তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় দেশজুড়ে উচ্ছ্বাসে ভাসছেন কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের শুরু থেকেই পাশে ছিল তৃণমূল। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই টুইটে কৃষকদের কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বিজেপির নিষ্ঠুরতায় বিভ্রান্ত না হয়ে নিরলসভাবে লড়াই চালিয়ে যাওয়া কৃষকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।'

Advertisment

দেশজুড়ে সাঁড়াশি প্রতিবাদের জেরে শেষমেশ পিছু হঠেছে কেন্দ্রীয় সরকার। এদিন নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ গুরু নানকের জন্মদিনে বড়সড় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি এদিন বলেন, ‘এই আইন আনার পিছনে আমাদের সত্‍ উদ্দেশ্য ছিল। শুরু থেকেই কৃষকদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি। তিনটি আইনকে স্বাগতও জানিয়েছিল একাধিক কৃষক সংগঠন। তবে দু’বছর ধরে সেই আইনের প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল। এবার তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নেওয়া হল।’

কেন্দ্রের এই পদক্ষেপে আদতে কৃষকদেরই জয় দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি এদিন লিখেছেন, 'বিজেপির নিষ্ঠুরতায় বিভ্রান্ত না হয়ে নিরলসভাবে লড়াই চালিয়ে যাওয়া কৃষকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনাদের। এই লড়াইয়ে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা রইল।'

আরও পড়ুন- পিছু হঠল কেন্দ্র, বিতর্কিত তিনটি কৃষি বিলই প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, দেশজুড়ে প্রবল প্রতিবাদের জেরে শেষমেশ পিছু হঠেছে কেন্দ্রীয় সরকার। বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা করেন নরেন্দ্র মোদী। কৃষকদের ফের জমিতে ফিরে চাষের কাজে মনোনিবেশের বার্তা প্রধানমন্ত্রীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farmer Farm Law PM Modi Mamata Banerjee
Advertisment