scorecardresearch

মুম্বইতেও ‘খেলা হবে’! জাভেদ-স্বরাদের সামনে বিজেপিকে বোল্ড আউটের সংকল্প মমতার

CM Mamata at Mumbai: জাভেদ আখতারের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অনেক পরিচিত মুখ। ছিলেন মহেশ ভাট, শোভা দে, মেধা পাটকর, স্বরা ভাস্কর, রিচা চাড্ডারা।

Mamata at Mumbai, Javed, Swara
বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিশিষ্টদের। ছবি: ট্যুইটার/তৃণমূল কংগ্রেস

CM Mamata at Mumbai: একুশের ভোটের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’ এবার আরব সাগরের তীরে। বুধবার মুম্বইয়ে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউড চিত্রনাট্যকার জাভেদ আখতারের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অনেক পরিচিত মুখ। ছিলেন মহেশ ভাট, শোভা দে, মেধা পাটকর, স্বরা ভাস্কর, রিচা চাড্ডারা। এই বৈঠকেই ফের স্লোগান ওঠে খেলা হবে।

এদিনের অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অভিনেত্রী স্বরা ভাস্কর উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘দিদি দেখিয়ে দিয়েছেন। খেলা হয়ে গিয়েছে। আপনি আমাদের কাছে অনুপ্রেরণা।‘ সেই সুত্র ধরেই মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘খেলা হয়ে গিয়েছে নয়, খেলা হবে। বিজেপিকে বোল্ড আউট করবই।‘ স্বরা ছাড়াও এদিনের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন সাহিত্যিক শোভা দে। তাঁর প্রশ্ন, ‘যদি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী না হন। তাহলে কে?’ এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেটা পরে আলোচনার বিষয়। আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে হারানো। গণতন্ত্র রক্ষা করাই মূল লক্ষ্য। এই ব্যাপারে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। নাগরিক সমাজকে উদ্যোগী হতে হবে। আপনারাই পারবেন বিজেপিকে বোল্ড আউট করতে। পূর্ণশক্তি নিয়ে আমাদের লড়তে হবে।‘

বাকস্বাধীনতা হরণ করে কণ্ঠরোধ করা হচ্ছে। এর প্রতিকার জানতে চাওয়া হয় মমতার থেকে। তাঁর পরামর্শ, ‘বিশিষ্টজনেরা একটি কমিটি বানাক। দক্ষিণের নাগরিক সমাজকে এই কমিটির অংশ করা হোক। মুম্বই ও কলকাতা একসঙ্গে কাজ করলে দিল্লি ভয় পাবে। আপনারা পরামর্শ দিন, যা সাহায্য করার আমি করব।‘

সভায় উপস্থিত বিদ্বজনরা। ছবি: ট্যুইটার/তৃণমূল

এদিন অতি দক্ষিণপন্থীদের দাপট নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন অনেক বিশিষ্টজন। তাঁদের মন্তব্য, ‘বিজেপির অপশাসনে যখন দেশে অন্ধকার নেমে এসেছিল, তখন পশ্চিমবঙ্গের নির্বাচন ছিল আশার আলো। তাই তৃণমূলের জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কাছে আশার প্রতীক।‘  

এদিন বৈঠকের শুরুতে নরিম্যান পয়েন্টে ওয়াইসি চহ্বান প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলার একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বাংলায় কীভাবে ধাপে ধাপে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে করা হয়েছে। সেই প্রসঙ্গ ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যবাসী একাধিক সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বিভিন্ন পেশার মানুষ রাজ্য সরকারের একাধিক প্রকল্পে সুবিধাভোগী। এমএসএমই-তে বাংলা একনম্বর। এই দাবিগুলো এদিন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর মন্তব্য, ‘আমি কথা কম, কাজ বেশি নীতিতে বিশ্বাসী।‘

জানা গিয়েছে, বুধবার বিকেলে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাংলায় লগ্নি আহ্বান করতে মুম্বইয়ের শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হবে।  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Cm mamata meets dignitaries in mumbai in presence of javed akhtar swara vaskar national