scorecardresearch

রাজ্যে বিক্ষিপ্ত হিংসা অব্যাহত, মুখ্যমন্ত্রীকে শাহের জরুরি তলব, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা

মণিপুর উত্তেজনা অব্যাহত থাকায়, এদিনও ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল

AMit Shah,BJP,Manipur,N Biren Singh,Manipur Violence,Manipur Violence News,N Biren Singh Amit Shah Meeting,Bishnupur,Assam Rifles,Churachandpur,Indian army,manipur,Manipur News,Manipur Police,Manipur Violence

মণিপুরের হিংসার ঘটনায় জরুরি তলব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সঙ্গে ছিলেন মন্ত্রীসভার চার হেভিওয়েট মন্ত্রী।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং তার মন্ত্রিসভার ৪ মন্ত্রী রবিবার (১৪ মে) দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং তা মোকাবিলায় রাজ্য সরকারের গৃহিত পদক্ষেপ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
গত কয়েকদিন ধরে হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর।

এদিনের বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন অমিত শাহ। রাজ্যে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে মুখ্যমন্ত্রীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

রবিবার রাত ৮টায় শাহের বাসভবনে বৈঠকের জন্য রাজ্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এদিকে মণিপুরের বেশ কিছু অঞ্চলে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর জেলার সীমান্ত এলাকায় নতুন করে হিংসার ঘটনা শুরু হয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সীমান্তবর্তী জেলাগুলি।

মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং রবিবার সাংবাদিকদের বলেন, ঘটনার পর নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) দুটি কোম্পানিকে এলাকায় মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও তিনটি কোম্পানিকে এলাকায় পাঠানো হয়েছে। কুলদীপ সিং আরও বলেছেন যে অন্য একটি ঘটনায়, রবিবার সকালে কাংপোকপি জেলার সাপারমিনা থানা এলাকায় একটি গ্রামে দুটি ট্রাকে আগুন দেয় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতি। ।

মণিপুর উত্তেজনা অব্যাহত থাকায়, ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল এবং কিছু জেলায় কারফিউ জারি করা হয়েছিল, যদিও দিনের বেলা কয়েক ঘন্টা কারফিউ শিথিল করা হয়। ।রাজ্যের বেশ কিছু অংশ থেকে এখনও বিক্ষিপ্ত হিংসার খবর মিলেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে এখন পর্যন্ত প্রায় ৪৬,১১৫ জনকে নিরাপদ আশ্রয়স্থলে পাঠানো হয়েছে।

রাজ্যের মোট ১৭৮ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ২৬হাজারের বেশি মানুষ। চলতি মাসে নজিরবিহীন হিংসার ঘটনার পর থেকে রবিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩-এ। সরকারি পরিসংখ্যান অনুসারে, এই মাসের শুরুতে হিংসার ঘটনায় ১৮০০-এর বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালের বৈঠকে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ওপর জোর দিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Cm n biren singh rushes to delhi meets amit shah to tackle fresh tensions in state