Gaming zone fire Rajkot: রাজকোট ইন্ডোর গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল গেমিং জোনের অন্যতম অংশীদার প্রকাশচাঁদ হিরণ ওরফে প্রকাশ জৈনের। প্রকাশের পরিবারের পর অগ্নিকাণ্ডের পরই স্থানীয় থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, প্রকাশের সঙ্গে সঙ্গে আরও ৬টি আরও ডিএনএ নমুনা মিলে যাওয়ার পরে, তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
হিরণ, যিনি ইন্ডোর গেমিং জোনের অন্যতম অংশীদার ছিলেন। গত মঙ্গলবার তার পরিবারের তরফে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার ফরেনসিক এক্সপার্টরা ২৭টি মৃতদেহের ডিএনএ টেস্টের কাজ শেষ করেন। যার মধ্যে ২৫টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ২৮ জনের মৃত্যু হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। হিরণ ছাড়াও বাকি ৬ জনই রাজকোটের বাসিন্দা।
রাজকোটের জেলাশাসক প্রভাব জোশি মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, হিরণের মায়ের ডিএনএ নমুনা নেওয়া হয়েছিল। সেই নমূনা ম্যাচ করতেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এদিকে রাজকোট অগ্নিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন - < SC On Kejriwal’s plea: আবেদনই সাড়! জেলে ফিরতেই হচ্ছে কেজরিওয়ালকে, কী জানাল সুপ্রিম কোর্ট? >
যে প্লটের উপর গেমিং জোনটি তৈরি হয়েছিল এদিন তার তার অন্যতম মালিক কে. জাদেজাকে রাজকোট পুলিশ গ্রেফতার করেছে। এফআইআর-এ নাম থাকা ছয় অভিযুক্তের মধ্যে পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে।