Gonda Rail Accident: বিরাট ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। মৃত ৪, দুর্ঘটনার জেরে আহত হয়েহেন ২০ জন যাত্রী। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা? খতিয়ে দেখছে রেল।
বৃহস্পতিবার বিকেলে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কামরা। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের দুর্ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। এদিকে রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
বৃহস্পতিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গোন্ডা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে বলেই খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২টি কামরালাইনচ্যুত হয়েছে। গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস।
আরও পড়ুন - < গেট বন্ধ, তাও লাইন পেরোচ্ছেন? এবার ধরা পড়লেই 'কাঁদানো' শাস্তির কথা জানাল রেল >
ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে চিৎকার জুড়ে দেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনায় বিপুল সংখ্যক যাত্রী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল।