Blast in Colombo, Sri Lanka Today:
রবিবারের সকালে ইস্টার চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে বিধ্বস্ত হল শ্রীলঙ্কা। মুহূর্তের মধ্যে সেশ হয়ে গেল সাড়ে তিনশ প্রাণ। ভয়াবহতার রেশ কাটিয়ে উঠতে পারেনি এখনও শহর, তার আগেই তিন দিনের মধ্যে বুধবার আবার বিস্ফোরণ হল কলম্বোতে। স্যাভয় সিনেমার সামনে এক স্কুটারে নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রুবান বিজয়বর্ধন এই খবর সুনিশ্চিত করেছেন।
শহরের এক রাস্তার সেতুর ওপর বিস্ফোরক বোঝাই এক মোটরবাইক প্রথম নজরে আসে স্থানীয় পুলিশের। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা মটরবাইকের ছবি।
প্রতিরক্ষা মন্ত্রী বিজয়বর্ধন এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, "এটি বিস্ফোরণ নয়, নিয়ন্ত্রিত বিস্ফোরণ। স্পেশাল টাস্কফোর্স দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে"।
অন্যদিকে রয়টার্স সূত্রে খবর দু’দিন পর বিস্ফোরণের দায় নিল জঙ্গি গোষ্ঠী আইসিস। জঙ্গি গোষ্ঠীর নিজস্ব সংবাদসংস্থা আমাক মারফত জানানো হয়েছে রবিবারের আত্মঘাতী বিস্ফোরণ ইসলামিক স্টেট গোষ্ঠীর যোদ্ধাদের দ্বারাই ঘটানো হয়েছে।
শ্রীলঙ্কা জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মঙ্গলবার। পিটিআই সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কা পুলিশ ইতিমধ্যে ৪০জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২৬ জনকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। তিনজনকে রাখা হয়েছে সন্ত্রাস দমন শাখার হেফাজতে।