scorecardresearch

মাসের প্রথম দিনেই বিরাট সুখবর, এখন আরও সস্তা এলপিজি সিলিন্ডার, কমতে চলেছে বিমান ভাড়াও!

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পতন।

Lpg price has been reduce rs 85 per cylinder
কমল রান্নার গ্যাসের দাম।

গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পাশাপাশি জেট বাঁশির দামও কমানো হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি আজ 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৭২ টাকা কমিয়েছে।

মাসের প্রথম দিনেই গ্রাহকদের জন্য বিরাট সুখবর! ১ মে থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পতন। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৭২ টাকা কমেছে।

তেল সংস্থাগুলি জানিয়েছে, দেশের চার মেট্রো শহরেই জ্বালানির দাম কমেছে ১৭১.৫০টাকা। সোমবার থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দাম লাগু হওয়ার পরে কলকাতা-সহ দেশের অন্য শহরগুলিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত রয়েছে? দেখে নেওয়া যাক

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগে দিল্লিতে ছিল ২০২৮ টাকা। এখন এটি ১৮৫৬.৫০ টাকায় পাওয়া যাবে। একইভাবে, কলকাতায় ২১৩২টাকার বদলে টাকায় এলপিজি সিলিন্ডার এখন ১৯৬০.৫০ টাকায় পাওয়া যাবে।

মুম্বইয়ের কথা বললে, আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৯৮০ টাকা, যা এখন কমে হয়েছে ১৮০৮.৫০ টাকা। একই সময়ে, চেন্নাইতে ২১৯২.৫০ টাকার সিলিন্ডারের জন্য এখন ২০২১.৫০ টাকা দিতে হবে গ্রাহককে। তেল বিপণন সংস্থাগুলি থেকে এটিএফ-এর দাম ২৪১৫.২৫ টাকা কমিয়েছে। পিক ট্র্যাভেল সিজনে দাম কমার কারণে আগামী দিনে বিমান ভাড়া কমবে বলে আশা করা হচ্ছে।

ATF-এর দাম দিল্লিতে প্রতি কিলোলিটারে ৯৫৯৩৫.৩৪ টাকা, মুম্বইতে ৮৯৩৪৮.৬০ টাকা, কলকাতায় ১০২৫৯৬.২০টাকা এবং চেন্নাইতে প্রতি কিলোলিটারে ৯৯৮২৮.৫৪ টাকায় নেমে এসেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Commercial lpg price cut by rs 171 5 kg